ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

চিলির প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি গ্যাব্রিয়েল বরিকের জয়

  • আপডেট সময় : ১২:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • ১৬২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ চিলির প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি প্রার্থী গ্যাব্রিয়েল বরিক জয় পেয়েছেন। গত রোববারের রানঅফ ভোটে কট্টর ডানপন্থি প্রতিদ্বন্দ্বী হোসে আন্তোনিও কাস্তকে পরাজিত করেন তিনি।
বিবিসি জানিয়েছে, ভোট শেষে গণনা শুরু হওয়ার পর মাত্র দেড় ঘণ্টার মধ্য পরাজয় স্বীকার করে নেন কাস্ত, তখন প্রায় অর্ধেক ব্যালট গণনা শেষ হয়েছিল। অধিকাংশ ভোট গণনার পর দেখা যায়, বরিক ৫৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং কাস্ত ৪৪ শতাংশ ভোট পেয়েছেন।
সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে চিলির জনমত দুটি বিরুদ্ধ মতবাদে বিশ্বাসী শিবিরে তীব্রভাবে বিভক্ত হয়ে পড়েছিল, যা গত কয়েক দশকে দেখা যায়নি। নির্বাচনীয় প্রচারণায় উভয় প্রার্থীই দেশ পরিচালনার ক্ষেত্রে পুরোপুরি পৃথক দৃষ্টিভঙ্গী তুলে ধরেছিলেন। তারা উভয়েই এমন দুটি দলের প্রতিনিধিত্ব করেছেন যারা কখনোই ক্ষমতায় ছিল না। ৩৫ বছর বয়সী বরিক চিলির ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট, পাশাপাশি তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ রাজনৈতিক নেতাদের একজন হচ্ছেন।
চিলির বিদায়ী প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনিয়েরাকে সঙ্গে ফোনে বরিকের একটি কথোপকথন চিলির গণমাধ্যমে সম্প্রচারিত হয়, সেখানে নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ‘অসাধারণ এই চ্যালেঞ্জ মোকাবেলার’ যথাসাধ্য চেষ্টা করবেন তিনি। সাবেক ছাত্রনেতা বরিক ২০১৯ ও ২০২০ সালে দুর্নীতি ও অসাম্যের বিরুদ্ধে চিলিজুড়ে হওয়া ব্যাপক বিক্ষোভে সমর্থন দিয়েছিলেন। লাতিন আমেরিকার অন্যতম স্থিতিশীল অর্থনীতির দেশ হলেও চিলিতে আয় বৈষম্যও ব্যাপক। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এক শতাংশ লোক দেশটির ২৫ শতাংশ সম্পদের মালিক।
চিলির পেনসন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা সংস্কার, সাপ্তাহিক কাজের সময় ৪৫ ঘণ্টা থেকে ৪০ ঘণ্টায় নামিয়ে আনা ও গ্রিন ইনভেস্টমেন্ট জোরদার করে এসব অসাম্য কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন বরিক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চিলির প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি গ্যাব্রিয়েল বরিকের জয়

আপডেট সময় : ১২:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ চিলির প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি প্রার্থী গ্যাব্রিয়েল বরিক জয় পেয়েছেন। গত রোববারের রানঅফ ভোটে কট্টর ডানপন্থি প্রতিদ্বন্দ্বী হোসে আন্তোনিও কাস্তকে পরাজিত করেন তিনি।
বিবিসি জানিয়েছে, ভোট শেষে গণনা শুরু হওয়ার পর মাত্র দেড় ঘণ্টার মধ্য পরাজয় স্বীকার করে নেন কাস্ত, তখন প্রায় অর্ধেক ব্যালট গণনা শেষ হয়েছিল। অধিকাংশ ভোট গণনার পর দেখা যায়, বরিক ৫৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং কাস্ত ৪৪ শতাংশ ভোট পেয়েছেন।
সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে চিলির জনমত দুটি বিরুদ্ধ মতবাদে বিশ্বাসী শিবিরে তীব্রভাবে বিভক্ত হয়ে পড়েছিল, যা গত কয়েক দশকে দেখা যায়নি। নির্বাচনীয় প্রচারণায় উভয় প্রার্থীই দেশ পরিচালনার ক্ষেত্রে পুরোপুরি পৃথক দৃষ্টিভঙ্গী তুলে ধরেছিলেন। তারা উভয়েই এমন দুটি দলের প্রতিনিধিত্ব করেছেন যারা কখনোই ক্ষমতায় ছিল না। ৩৫ বছর বয়সী বরিক চিলির ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট, পাশাপাশি তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ রাজনৈতিক নেতাদের একজন হচ্ছেন।
চিলির বিদায়ী প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনিয়েরাকে সঙ্গে ফোনে বরিকের একটি কথোপকথন চিলির গণমাধ্যমে সম্প্রচারিত হয়, সেখানে নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ‘অসাধারণ এই চ্যালেঞ্জ মোকাবেলার’ যথাসাধ্য চেষ্টা করবেন তিনি। সাবেক ছাত্রনেতা বরিক ২০১৯ ও ২০২০ সালে দুর্নীতি ও অসাম্যের বিরুদ্ধে চিলিজুড়ে হওয়া ব্যাপক বিক্ষোভে সমর্থন দিয়েছিলেন। লাতিন আমেরিকার অন্যতম স্থিতিশীল অর্থনীতির দেশ হলেও চিলিতে আয় বৈষম্যও ব্যাপক। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এক শতাংশ লোক দেশটির ২৫ শতাংশ সম্পদের মালিক।
চিলির পেনসন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা সংস্কার, সাপ্তাহিক কাজের সময় ৪৫ ঘণ্টা থেকে ৪০ ঘণ্টায় নামিয়ে আনা ও গ্রিন ইনভেস্টমেন্ট জোরদার করে এসব অসাম্য কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন বরিক।