ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬


চিনির দামে অস্থিরতার কারণ খুঁজতে সভা

  • আপডেট সময় : ০২:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাজারে চিনির দামে অস্থিরতা, সরবরাহ সংকটের কারণ ও সংকট মোকাবেলায় করণীয় বিষয়ে মতবিনিময় করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। গতকাল সোমবার রাজধানীর ইস্কাটনে কমিশন কার্যালয়ে ‘দেশের বাজারে চিনির মূল্য ও সরবরাহ নিয়ন্ত্রণ’ বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় দেশের বাজারে চিনির মূল্য স্বাভাবিক রাখার ব্যাপারে প্রতিযোগিতা কমিশনের ভূমিকা এবং বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কমিশনের সহযোগিতা প্রত্যাশা করেন অংশগ্রহণকারীরা। প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন প্রদীপ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময়ে কমিশনের সদস্যবৃন্দ জিএম সালেহ উদ্দিন, ড. এ এফ এম মনজুর কাদির, সালমা আখতার জাহান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মাদ দাউদুল ইসলাম, এনএসআইয়ের যুগ্ম পরিচালক মেজর এ এম ফয়সাল রহমান, শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আফরোজা বেগম পারুল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা বেগম, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ রায়হান, টিসিবির সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন তালুকদার অংশ নেন। এছাড়া সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডেপুটি এ্যাডভাইজার মো. শফিউর রহমান, সিনিয়র অ্যাসিট্যান্ট জেনারেল মো. তাসলিম শাহরিয়ার, ক্যাবের বাজার বিশ্লেষক কাজী আব্দুল হান্নান, সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা, এস আলম গ্রুপের উর্দ্ধতন মহাব্যবস্থাপক কাজী সালাহউদ্দিন আহাম্মদ, দেশবন্ধু সুগার মিলসের সিনিয়র ম্যানেজার মিন্টু চক্রবর্তী, আব্দুল মোমেন গ্রুপের হেড অব সেলস মো. মনিরুজ্জামান, প্রাণ গ্রুপের ডেপুটি ম্যানেজার তারেক আহমেদ এবং কমিশনের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য


চিনির দামে অস্থিরতার কারণ খুঁজতে সভা

আপডেট সময় : ০২:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : বাজারে চিনির দামে অস্থিরতা, সরবরাহ সংকটের কারণ ও সংকট মোকাবেলায় করণীয় বিষয়ে মতবিনিময় করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। গতকাল সোমবার রাজধানীর ইস্কাটনে কমিশন কার্যালয়ে ‘দেশের বাজারে চিনির মূল্য ও সরবরাহ নিয়ন্ত্রণ’ বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় দেশের বাজারে চিনির মূল্য স্বাভাবিক রাখার ব্যাপারে প্রতিযোগিতা কমিশনের ভূমিকা এবং বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কমিশনের সহযোগিতা প্রত্যাশা করেন অংশগ্রহণকারীরা। প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন প্রদীপ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময়ে কমিশনের সদস্যবৃন্দ জিএম সালেহ উদ্দিন, ড. এ এফ এম মনজুর কাদির, সালমা আখতার জাহান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মাদ দাউদুল ইসলাম, এনএসআইয়ের যুগ্ম পরিচালক মেজর এ এম ফয়সাল রহমান, শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আফরোজা বেগম পারুল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা বেগম, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ রায়হান, টিসিবির সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন তালুকদার অংশ নেন। এছাড়া সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডেপুটি এ্যাডভাইজার মো. শফিউর রহমান, সিনিয়র অ্যাসিট্যান্ট জেনারেল মো. তাসলিম শাহরিয়ার, ক্যাবের বাজার বিশ্লেষক কাজী আব্দুল হান্নান, সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা, এস আলম গ্রুপের উর্দ্ধতন মহাব্যবস্থাপক কাজী সালাহউদ্দিন আহাম্মদ, দেশবন্ধু সুগার মিলসের সিনিয়র ম্যানেজার মিন্টু চক্রবর্তী, আব্দুল মোমেন গ্রুপের হেড অব সেলস মো. মনিরুজ্জামান, প্রাণ গ্রুপের ডেপুটি ম্যানেজার তারেক আহমেদ এবং কমিশনের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।