নিজস্ব প্রতিবেদক : গৃহকর্মীকে নির্যাতনের মামলায় চিত্রনায়িকার সিমন হাসান একার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে বিচারের জন্য মামলার নথিপত্র স্থানান্তরের আদেশ দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম গত সোমবার অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন বলে সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই এস এম মনিরুজ্জামান জানান। গত ২৪ এপ্রিল এ মামলায় একার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. ফয়সাল। এর আগে মাদক মামলায়ও একার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দুটি মামলাই বিচারাধীন এবং দুই মামলাতেই তিনি জামিনে রয়েছেন। জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ গৃহকর্মীর অভিযোগ পেয়ে গত ৩১ জুলাই রাতে রাজধানীর রামপুরার উলন রোডে একার বাসায় অভিযান চালায় হাতিরঝিল থানা পুলিশ। তাকে আটকের পর হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, “তিন মাস ধরে কাজ করলেও গৃহকর্মী হাজেরাকে কোনো বেতন দিচ্ছিলেন না একা। বকেয়া বেতন চাইলে তাকে মারধর করা হয় বলে হাজেরা অভিযোগ করেন। তার মাথায় জখমের চিহ্ন রয়েছে।”
একার বাসায় অভিযানে গিয়ে পুলিশ পাঁচটি ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও মদ উদ্ধার করেছে বলেও জানান ওসি। পরে সেই রাতেই একার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তার গৃহকর্মী হাজেরা। আর মাদক আইনে আরেকটি মামলা করে পুলিশ। গত ১ আগস্ট আদালত একার জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। পরে ২৪ আগস্ট জামিনে মুক্ত হন তিনি।
চিত্রনায়িকা একার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ