ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

চিকিৎসা শেষে ৮ মাস পর দেশে ফিরলেন রওশন এরশাদ

  • আপডেট সময় : ০১:৪৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রায় আট মাস থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসাপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রওশন এরশাদের সহকারী একান্ত সচিব মামুন হাসান গণমাধ্যমকে জানান, রওশন এরশাদ বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের হোটেল ওয়েস্টিনে পৌঁছেছেন। মামুন বলেন, ‘ঢাকায় অবস্থানকালে রওশন এরশাদ সেখানেই থাকবেন। আগামী ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনী দিনে উপস্থিত থাকবেন। পরে ৪ জুলাই চিকিৎসার জন্য আবারো থাইল্যান্ড চলে যাবেন।’
রওশন এরশাদকে স্বাগত জানাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, দলের জ্যেষ্ঠ নেতা সৈয়দ আবু হোসেন বাবলা, রুহুল আমিন হাওলাদার বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়া হয়। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসা চলে। ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা ৮৪ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসা শেষে ৮ মাস পর দেশে ফিরলেন রওশন এরশাদ

আপডেট সময় : ০১:৪৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক : প্রায় আট মাস থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসাপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রওশন এরশাদের সহকারী একান্ত সচিব মামুন হাসান গণমাধ্যমকে জানান, রওশন এরশাদ বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের হোটেল ওয়েস্টিনে পৌঁছেছেন। মামুন বলেন, ‘ঢাকায় অবস্থানকালে রওশন এরশাদ সেখানেই থাকবেন। আগামী ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনী দিনে উপস্থিত থাকবেন। পরে ৪ জুলাই চিকিৎসার জন্য আবারো থাইল্যান্ড চলে যাবেন।’
রওশন এরশাদকে স্বাগত জানাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, দলের জ্যেষ্ঠ নেতা সৈয়দ আবু হোসেন বাবলা, রুহুল আমিন হাওলাদার বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়া হয়। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসা চলে। ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা ৮৪ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।