ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

চিকিৎসার জন্য ভারতে গেলেন ডেপুটি স্পিকার

  • আপডেট সময় : ১২:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসার জন্য ভারত গেলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। গতকাল বুধবার ঢাকা থেকে হেলিকপ্টারে করে বেনাপোল পৌঁছান তিনি। এরপর সড়ক পথে কলকাতা রওনা হন। সেখান থেকে তিনি যাবেন মুম্বাইয়ে। মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ফজলে রাব্বীর স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে বলে সংসদ সচিবালয়ের উপ-পরিচালক (গণসংযোগ) স্বপন বিশ্বাস জানিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, গত জুন মাসে ডেপুটি স্পিকারের পেটে অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ওই অপারেশনের পর পিঠের ব্যথায় আক্রান্ত হন ফজলে রাব্বী। স্বপন বলেন, “মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ডেপুটি স্পিকার স্যারের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরীক্ষার পর তার চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানা যাবে।”
ভারতযাত্রায় ডেপুটি স্পিকারের সঙ্গে তার দুই মেয়ে ও এক জামাতা রয়েছেন। সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, যশোর বিমানবন্দর থেকে বেনাপোল বন্দর পর্যন্ত সড়ক পথে ঝক্কি এড়াতেই ডেপুটি স্পিকারকে হেলিকপ্টারে করে সীমান্ত পর্যন্ত নেওয়া হয়। বুধবারই তিনি কলকাতা থেকে মুম্বাই যাবেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চিকিৎসার জন্য ভারতে গেলেন ডেপুটি স্পিকার

আপডেট সময় : ১২:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসার জন্য ভারত গেলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। গতকাল বুধবার ঢাকা থেকে হেলিকপ্টারে করে বেনাপোল পৌঁছান তিনি। এরপর সড়ক পথে কলকাতা রওনা হন। সেখান থেকে তিনি যাবেন মুম্বাইয়ে। মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ফজলে রাব্বীর স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে বলে সংসদ সচিবালয়ের উপ-পরিচালক (গণসংযোগ) স্বপন বিশ্বাস জানিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, গত জুন মাসে ডেপুটি স্পিকারের পেটে অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ওই অপারেশনের পর পিঠের ব্যথায় আক্রান্ত হন ফজলে রাব্বী। স্বপন বলেন, “মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ডেপুটি স্পিকার স্যারের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরীক্ষার পর তার চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানা যাবে।”
ভারতযাত্রায় ডেপুটি স্পিকারের সঙ্গে তার দুই মেয়ে ও এক জামাতা রয়েছেন। সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, যশোর বিমানবন্দর থেকে বেনাপোল বন্দর পর্যন্ত সড়ক পথে ঝক্কি এড়াতেই ডেপুটি স্পিকারকে হেলিকপ্টারে করে সীমান্ত পর্যন্ত নেওয়া হয়। বুধবারই তিনি কলকাতা থেকে মুম্বাই যাবেন।