ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

চিকিৎসার জন্য ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন

  • আপডেট সময় : ০৬:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলছে বাংলাদেশ দল। চলমান এই সিরিজের প্রথম টেস্টে ইনজুরির কারণে দলে নেই পেসার তাসকিন আহমেদ। নতুন করে জানা গেছে, টাইগার এই পেসারের চট্টগ্রামে হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টেও খেলা হচ্ছে না। আগে থেকেই গোড়ালির ইনজুরিতে ভুগছেন তাসকিন। সেই চোট সারাতে তাকে দেশের বাইরে যেতে হচ্ছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ২৯ এপ্রিল তাসকিনের জন্য ইংল্যান্ডের এক চিকিৎসকের সিরিয়াল নেওয়া হয়েছে, এর আগেই সেখানে থাকবেন তিনি। দেবাশীষ নিজেই তাসকিনের সফরসঙ্গী হিসেবে থাকবেন।

ইংল্যান্ডে চিকিৎসককে দেখানোর পর সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী বিষয়ে। তবে বেশ কিছুদিন আগে থেকেই দেশে চোট পুনর্বাসনের প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছেন তাসকিন। তাসকিনের এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পেতে আরও উন্নত চিকিৎসার লক্ষ্যেই তাকে বাইরে পাঠানো হচ্ছে। এর আগে বিসিবির চিকিৎসক দেবাশীষ জানিয়েছিলেন, বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক এই বৃদ্ধি নিয়েই তাকে চলতে হবে, খেলতে হবে এটাকে ম্যানেজ করে। তাসকিনের ব্যথাটা আসলে যাওয়া-আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে। এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরার পর চলমান ডিপিএলের বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই তারকা পেসার।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসার জন্য ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন

আপডেট সময় : ০৬:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলছে বাংলাদেশ দল। চলমান এই সিরিজের প্রথম টেস্টে ইনজুরির কারণে দলে নেই পেসার তাসকিন আহমেদ। নতুন করে জানা গেছে, টাইগার এই পেসারের চট্টগ্রামে হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টেও খেলা হচ্ছে না। আগে থেকেই গোড়ালির ইনজুরিতে ভুগছেন তাসকিন। সেই চোট সারাতে তাকে দেশের বাইরে যেতে হচ্ছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ২৯ এপ্রিল তাসকিনের জন্য ইংল্যান্ডের এক চিকিৎসকের সিরিয়াল নেওয়া হয়েছে, এর আগেই সেখানে থাকবেন তিনি। দেবাশীষ নিজেই তাসকিনের সফরসঙ্গী হিসেবে থাকবেন।

ইংল্যান্ডে চিকিৎসককে দেখানোর পর সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী বিষয়ে। তবে বেশ কিছুদিন আগে থেকেই দেশে চোট পুনর্বাসনের প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছেন তাসকিন। তাসকিনের এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পেতে আরও উন্নত চিকিৎসার লক্ষ্যেই তাকে বাইরে পাঠানো হচ্ছে। এর আগে বিসিবির চিকিৎসক দেবাশীষ জানিয়েছিলেন, বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক এই বৃদ্ধি নিয়েই তাকে চলতে হবে, খেলতে হবে এটাকে ম্যানেজ করে। তাসকিনের ব্যথাটা আসলে যাওয়া-আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে। এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরার পর চলমান ডিপিএলের বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই তারকা পেসার।