ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

চিকিৎসাধীন অবস্থায় ‘ঢাকাইয়া আকবর’র মৃত্যু

  • আপডেট সময় : ০৮:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে চিকিৎসাধীন সন্ত্রাসী ‘আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর’ মারা গেছেন -সংগৃহীত ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে চিকিৎসাধীন সন্ত্রাসী ‘আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর’ (৪৪) মারা গেছেন।

রোববার (২৫ মে) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। এর আগে শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকার পশ্চিম পয়েন্টের ২৮ নম্বর দোকানের সামনে আড্ডারত অবস্থায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবরকে গুলি করে দুর্বৃত্তরা।

একই ঘটনায় গুলিবিদ্ধ হন দর্শনার্থী জান্নাতুল বাকী (৩০) ও শিশু মহিম ইসলাম রাতুল (৮)। এদের মধ্যে জান্নাতুল বাকী ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত বলে জানিয়েছে পুলিশ। আর রাতুল নগরের দক্ষিণ পতেঙ্গার ফুলছড়ি পাড়ার শওকত হোসেনের ছেলে।

ঢাকাইয়া আকবর চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন দেখে নেওয়ার হুমকি দিতেন আকবরকে। আকবরও ছোট সাজ্জাদ ও তামান্নাকে কটূক্তি করে ভিডিও দিতেন। বর্তমানে দুর্ধর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ কারাগারে আছেন।

ছোট সাজ্জাদের অনুসারীরা ঢাকাইয়া আকবরকে গুলি করেছে-এমন ধারণা পুলিশের। ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে নিশ্চিত করেছে পতেঙ্গা থানা পুলিশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

চিকিৎসাধীন অবস্থায় ‘ঢাকাইয়া আকবর’র মৃত্যু

আপডেট সময় : ০৮:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে চিকিৎসাধীন সন্ত্রাসী ‘আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর’ (৪৪) মারা গেছেন।

রোববার (২৫ মে) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। এর আগে শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকার পশ্চিম পয়েন্টের ২৮ নম্বর দোকানের সামনে আড্ডারত অবস্থায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবরকে গুলি করে দুর্বৃত্তরা।

একই ঘটনায় গুলিবিদ্ধ হন দর্শনার্থী জান্নাতুল বাকী (৩০) ও শিশু মহিম ইসলাম রাতুল (৮)। এদের মধ্যে জান্নাতুল বাকী ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত বলে জানিয়েছে পুলিশ। আর রাতুল নগরের দক্ষিণ পতেঙ্গার ফুলছড়ি পাড়ার শওকত হোসেনের ছেলে।

ঢাকাইয়া আকবর চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন দেখে নেওয়ার হুমকি দিতেন আকবরকে। আকবরও ছোট সাজ্জাদ ও তামান্নাকে কটূক্তি করে ভিডিও দিতেন। বর্তমানে দুর্ধর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ কারাগারে আছেন।

ছোট সাজ্জাদের অনুসারীরা ঢাকাইয়া আকবরকে গুলি করেছে-এমন ধারণা পুলিশের। ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে নিশ্চিত করেছে পতেঙ্গা থানা পুলিশ।