ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

চিকিৎসাক্ষেত্রে কোনো রাজনীতি নয়: আসিফ মাহমুদ

  • আপডেট সময় : ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিগত সময়ে সব ক্ষেত্রে রাজনীতিকরণ করা হয়েছিল। চিকিৎসাক্ষেত্রেও রাজনীতি ঢুকিয়েছিল ফ্যাসিস্ট সরকার। ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতা করে বিভিন্ন জায়গায় চিকিৎসকদের একটি অংশ শান্তি সমাবেশ করেছিল। আগামীতে যেন চিকিৎসাক্ষেত্রে কোনো রাজনীতি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
শনিবার (২৩ নভেম্বর) ঢাকা মেডিকেলের শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে ‘জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান তিনি। জুলাই-আগস্ট আন্দোলনে রাজু ভাস্কর্যে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রেরণা জুগিয়েছিল উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘১৫ জুলাই যখন আমরা কর্মসূচি ঘোষণা করি, তখন খুবই আতঙ্কে ছিলাম। ১৬ জুলাই সকালে দেখি রাজু ভাস্কর্যে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা আন্দোলনে এসেছেন, তাদেরকে দেখে আমরা অনুপ্রেরণা পাই।’ মেডিকেল শিক্ষার্থীরা আন্দোলনে নিবেদিতপ্রাণ ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘আপনারা অনেক বেশি ভূমিকা পালন করেছেন। আপনাদের ধন্যবাদ দিতে পারিনি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।’ আন্দোলনে অংশ নেয়া শিক্ষক ও মেডিকেল শিক্ষার্থীরা সেমিনারে নানা স্মৃতি তুলে ধরেন। এসময় রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেশা বদলাচ্ছেন শিক্ষকরা

চিকিৎসাক্ষেত্রে কোনো রাজনীতি নয়: আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিগত সময়ে সব ক্ষেত্রে রাজনীতিকরণ করা হয়েছিল। চিকিৎসাক্ষেত্রেও রাজনীতি ঢুকিয়েছিল ফ্যাসিস্ট সরকার। ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতা করে বিভিন্ন জায়গায় চিকিৎসকদের একটি অংশ শান্তি সমাবেশ করেছিল। আগামীতে যেন চিকিৎসাক্ষেত্রে কোনো রাজনীতি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
শনিবার (২৩ নভেম্বর) ঢাকা মেডিকেলের শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে ‘জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান তিনি। জুলাই-আগস্ট আন্দোলনে রাজু ভাস্কর্যে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রেরণা জুগিয়েছিল উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘১৫ জুলাই যখন আমরা কর্মসূচি ঘোষণা করি, তখন খুবই আতঙ্কে ছিলাম। ১৬ জুলাই সকালে দেখি রাজু ভাস্কর্যে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা আন্দোলনে এসেছেন, তাদেরকে দেখে আমরা অনুপ্রেরণা পাই।’ মেডিকেল শিক্ষার্থীরা আন্দোলনে নিবেদিতপ্রাণ ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘আপনারা অনেক বেশি ভূমিকা পালন করেছেন। আপনাদের ধন্যবাদ দিতে পারিনি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।’ আন্দোলনে অংশ নেয়া শিক্ষক ও মেডিকেল শিক্ষার্থীরা সেমিনারে নানা স্মৃতি তুলে ধরেন। এসময় রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।