ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

চাহিদা কম, এসই’র উৎপাদনে রাশ টানছে অ্যাপল

  • আপডেট সময় : ১১:১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : হার্ডওয়্যার, ফিচার ও দামের বিচারে আলোচনায় এসেছিল অ্যাপলের নতুন আইফোন এসই। কিন্তু বাজারে আশানুরূপ চাহিদা নেই ‘সাশ্রয়ী’ দামের স্মার্টফোনটির। প্রাথমিক পরিকল্পনার চেয়ে ২০ শতাংশ কম এসই উৎপাদন করবে অ্যাপল।
অ্যাপলের উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়ে আনার খবর জানিয়েছে নিককেই এশিয়া। বাণিজ্য ও অর্থনীতিবিষয়ক প্রকাশনাটি বলছে, সামনের প্রান্তিকে আইফোন এসই উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০ শতাংশ কমিয়ে এনেছে অ্যাপল। এ ছাড়াও ২০২২ সালের পুরো বছরের জন্য ‘এয়ারপড’ উৎপাদনের লক্ষ্যমাত্রাও কমিয়ে আনা হয়েছে, পরিকল্পনার চেয়ে ১ কোটি কম এয়ারপড উৎপাদন করবে অ্যাপল।
অন্যদিকে, ২০২২ সালে অ্যাপল কী পরিমাণ আইফোন এসই বিক্রি করবে, সে বিষয়ে নিজের আগের ভবিষ্যদ্বাণী থেকে সরে এসেছেন বাজার বিশ্লেষক মিং চি কুও। অ্যাপল এ বছরে আড়াই থেকে তিন কোটি এসই বিক্রি করবে বলে প্রাথমিক ধারণা থেকে সরে এসে কুও বলছেন, সম্ভবক দেড় থেকে দুই কোটি আইফোন এসই বিক্রি করবে প্রতিষ্ঠানটি। তবে, কুওর ভবিষ্যদ্বাণী বা নিককেই এশিয়ার প্রতিবেদন চিপ সঙ্কট বা সরবরাহ ব্যবস্থার জটিলতার দিকে দৃষ্টি আকর্ষণ করছে না বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। বরং, বাজারে আইফোন এসই’র চাহিদা আশানুরূপ না হওয়ায় আগের পরিকল্পনা থেকে পিছপা হচ্ছে অ্যাপল।
নতুন এসইর চাহিদা কম হওয়ার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে বলে ধারণা রয়েছে। প্রথমত, ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের জেরে ক্রেতাদের মধ্যে মুদ্রাস্ফিতির আশঙ্কাকে একটি কারণ হিসেবে উল্লেখ করেছে নিককেই এশিয়া। অন্যদিকে, চীনে কোভিড লকডাউন চলার কারণে চাইলেও ঘরের বাইরে গিয়ে স্মার্টফোন কেনার সুযোগ পাচ্ছেন না ক্রেতারা। অ্যাপলের সবচেয়ে বড় বাজারের একটি চীন।
নতুন আইফোন এসই-কে উপস্থাপন করা হয়েছে আইফোন ১৩’র ‘সাশ্রয়ী’ সংস্করণ হিসেবে। আর সাশ্রয়ী দামের স্মার্টফোন ক্রেতাদের মধ্যে, বাজারে নতুন মডেল এলেই কিনতে হবে এমন মনোভাবও কাজ করে না বলে মন্তব্য করেছে ভার্জ। এ সব মিলিয়েই এসই বিক্রির অ্যাপলের প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। আগের সংষ্করণের তুলনায় তৃতীয় প্রজন্মের এসই’র দাম ৩০ ডলার বেশি। ফলে, দামের হিসাবে আইফোন ১২ বা ১৩ মিনির সঙ্গে আইফোন এসই’র দূরত্বটাও কমে এসেছে বলে মন্তব্য করেছে ভার্জ। বিক্রি কম বলে তার মানে এই নয় যে বাজারে ‘ফ্লপ’ করেছে এসই। তারপরও উৎপাদন লক্ষ্যমাত্রা একবারে ২০ শতাংশ কমিয়ে আনা ছোট কোনো বিষয় নয়। বাজারের বর্তমান অবস্থা অ্যাপলকে সম্ভবত এসই লাইনের ভবিষ্যৎ নিয়ে ভাবাবে বলে উঠে এসেছে ভার্জের প্রতিবেদনে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চাহিদা কম, এসই’র উৎপাদনে রাশ টানছে অ্যাপল

আপডেট সময় : ১১:১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

প্রযুক্তি ডেস্ক : হার্ডওয়্যার, ফিচার ও দামের বিচারে আলোচনায় এসেছিল অ্যাপলের নতুন আইফোন এসই। কিন্তু বাজারে আশানুরূপ চাহিদা নেই ‘সাশ্রয়ী’ দামের স্মার্টফোনটির। প্রাথমিক পরিকল্পনার চেয়ে ২০ শতাংশ কম এসই উৎপাদন করবে অ্যাপল।
অ্যাপলের উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়ে আনার খবর জানিয়েছে নিককেই এশিয়া। বাণিজ্য ও অর্থনীতিবিষয়ক প্রকাশনাটি বলছে, সামনের প্রান্তিকে আইফোন এসই উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০ শতাংশ কমিয়ে এনেছে অ্যাপল। এ ছাড়াও ২০২২ সালের পুরো বছরের জন্য ‘এয়ারপড’ উৎপাদনের লক্ষ্যমাত্রাও কমিয়ে আনা হয়েছে, পরিকল্পনার চেয়ে ১ কোটি কম এয়ারপড উৎপাদন করবে অ্যাপল।
অন্যদিকে, ২০২২ সালে অ্যাপল কী পরিমাণ আইফোন এসই বিক্রি করবে, সে বিষয়ে নিজের আগের ভবিষ্যদ্বাণী থেকে সরে এসেছেন বাজার বিশ্লেষক মিং চি কুও। অ্যাপল এ বছরে আড়াই থেকে তিন কোটি এসই বিক্রি করবে বলে প্রাথমিক ধারণা থেকে সরে এসে কুও বলছেন, সম্ভবক দেড় থেকে দুই কোটি আইফোন এসই বিক্রি করবে প্রতিষ্ঠানটি। তবে, কুওর ভবিষ্যদ্বাণী বা নিককেই এশিয়ার প্রতিবেদন চিপ সঙ্কট বা সরবরাহ ব্যবস্থার জটিলতার দিকে দৃষ্টি আকর্ষণ করছে না বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। বরং, বাজারে আইফোন এসই’র চাহিদা আশানুরূপ না হওয়ায় আগের পরিকল্পনা থেকে পিছপা হচ্ছে অ্যাপল।
নতুন এসইর চাহিদা কম হওয়ার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে বলে ধারণা রয়েছে। প্রথমত, ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের জেরে ক্রেতাদের মধ্যে মুদ্রাস্ফিতির আশঙ্কাকে একটি কারণ হিসেবে উল্লেখ করেছে নিককেই এশিয়া। অন্যদিকে, চীনে কোভিড লকডাউন চলার কারণে চাইলেও ঘরের বাইরে গিয়ে স্মার্টফোন কেনার সুযোগ পাচ্ছেন না ক্রেতারা। অ্যাপলের সবচেয়ে বড় বাজারের একটি চীন।
নতুন আইফোন এসই-কে উপস্থাপন করা হয়েছে আইফোন ১৩’র ‘সাশ্রয়ী’ সংস্করণ হিসেবে। আর সাশ্রয়ী দামের স্মার্টফোন ক্রেতাদের মধ্যে, বাজারে নতুন মডেল এলেই কিনতে হবে এমন মনোভাবও কাজ করে না বলে মন্তব্য করেছে ভার্জ। এ সব মিলিয়েই এসই বিক্রির অ্যাপলের প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। আগের সংষ্করণের তুলনায় তৃতীয় প্রজন্মের এসই’র দাম ৩০ ডলার বেশি। ফলে, দামের হিসাবে আইফোন ১২ বা ১৩ মিনির সঙ্গে আইফোন এসই’র দূরত্বটাও কমে এসেছে বলে মন্তব্য করেছে ভার্জ। বিক্রি কম বলে তার মানে এই নয় যে বাজারে ‘ফ্লপ’ করেছে এসই। তারপরও উৎপাদন লক্ষ্যমাত্রা একবারে ২০ শতাংশ কমিয়ে আনা ছোট কোনো বিষয় নয়। বাজারের বর্তমান অবস্থা অ্যাপলকে সম্ভবত এসই লাইনের ভবিষ্যৎ নিয়ে ভাবাবে বলে উঠে এসেছে ভার্জের প্রতিবেদনে।