লাইফস্টাইল ডেস্ক : বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ঘরে পোকামাকড়ের আনাগোনা বেড়ে যায়। চাল বা বিভিন্ন শুকনা খাবারেও বাসা বাধে পোকা। চাল পোকামুক্ত রাখতে মেনে চলুন কিছু সহজ টিপস।
চাল মুখবন্ধ কন্টেইনারে সংরক্ষণ করবেন। কয়েকটি তেজপাতা কিংবা নিম পাতা দিয়ে দিন চাল রাখার পাত্রে। পোকা আসবে না। কয়েকটি লবঙ্গ ফেলে দিন চালের মধ্যে। পোকামুক্ত থাকবে চাল। খোসাসহ কয়েকটি রসুন রেখে দিন চালের মধ্যে। শুকিয়ে গেলে বদলে দেবেন রসুনগুলো। মাঝে মাঝে কড়া রোদে দেবেন চাল। পোকা আক্রমণ করবে না। পাত্রে কয়েকটি শুকনা মরিচ রাখলেও মুক্তি মিলবে পোকা থেকে।
চাল পোকামুক্ত রাখার উপায়
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ