লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পাচারকালে ট্রাকবোঝাই সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৪ অক্টোবর) দিনগত রাতে উপজেলার তুষভাণ্ডার রওশন ফিলিং স্টেশনে স্থানীয়রা ট্রাকটি আটক করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম তা জব্দ করেন। বৃহস্পতিবার ভোর রাতে আড়াইশ মেট্রিক টন চাল তছরুপ করে লাপাত্তা হন উপজেলার ভোটমারী খাদ্য গুদাম কর্মকর্তা পরিদর্শক ফেরদৌস আলম। স্থানীয়রা জানান, খাদ্য পরিদর্শক (ওসি এলএসডি) ফেরদৌস আলম বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর রাতে ২৫টি ট্রলিতে গুদাম থেকে চাল সরিয়ে ফেলেন। যার মূল্য সাড়ে তিন কোটি টাকা। শুক্রবার সকালে অভিযান চালান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম। এ সময় গুদাম সিলগালা করা হয়।