ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

চাল আমদানিতে শুল্ক সুবিধার মেয়াদ বাড়লো আরও তিন মাস

  • আপডেট সময় : ০১:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • ১২৪ বার পড়া হয়েছে

অর্থনৈতিক ডেস্ক : চাল আমদানিতে শুল্ক সুবিধার মেয়াদ আরও তিন মাস বাড়ালো সরকার। এর ফলে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত সিদ্ধ চাল ও আতপ চালে আমদানি শুল্ক অব্যাহতি এবং পাঁচ শতাংশ হারে রেগুলেটরি ডিউটির সুবিধা পাবেনব্যবসায়ীরা। আগের ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বর এ সুবিধা শেষ হওয়ার কথা ছিল। বুধবার (৭ ডিসেম্বর) রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বলেছে, ছাড়ের আওতায় চাল আমদানি করতে হলে প্রত্যেক চালানের জন্য অবশ্যই খাদ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তার অনুমতি নিতে হবে। দেশে চালের দাম বাড়তে থাকায় আমদানি উৎসাহিত করতে জুন মাসে প্রথম পদক্ষেপ নেওয়া হয়। গত ২২ জুন এক আদেশে ২৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছিল। তারপর আগস্টে আরেকটি প্রজ্ঞাপনে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়। পরে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা বহাল রাখা হয়। এখন তা নতুন করে আরও তিন মাস এ সুবিধা বাড়ানো হলোবর্তমানে চাল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর, ৫ শতাংশ অগ্রিম কর এবং ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাল আমদানিতে শুল্ক সুবিধার মেয়াদ বাড়লো আরও তিন মাস

আপডেট সময় : ০১:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

অর্থনৈতিক ডেস্ক : চাল আমদানিতে শুল্ক সুবিধার মেয়াদ আরও তিন মাস বাড়ালো সরকার। এর ফলে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত সিদ্ধ চাল ও আতপ চালে আমদানি শুল্ক অব্যাহতি এবং পাঁচ শতাংশ হারে রেগুলেটরি ডিউটির সুবিধা পাবেনব্যবসায়ীরা। আগের ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বর এ সুবিধা শেষ হওয়ার কথা ছিল। বুধবার (৭ ডিসেম্বর) রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বলেছে, ছাড়ের আওতায় চাল আমদানি করতে হলে প্রত্যেক চালানের জন্য অবশ্যই খাদ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তার অনুমতি নিতে হবে। দেশে চালের দাম বাড়তে থাকায় আমদানি উৎসাহিত করতে জুন মাসে প্রথম পদক্ষেপ নেওয়া হয়। গত ২২ জুন এক আদেশে ২৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছিল। তারপর আগস্টে আরেকটি প্রজ্ঞাপনে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়। পরে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা বহাল রাখা হয়। এখন তা নতুন করে আরও তিন মাস এ সুবিধা বাড়ানো হলোবর্তমানে চাল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর, ৫ শতাংশ অগ্রিম কর এবং ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে।