নিজস্ব প্রতিবেদক : প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় চালের পরিবর্তে টাকা বরাদ্দ চায় সংসদীয় কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক থেকে এ বিষয়ে সুপারিশ এসেছে। সংসদ সচিবালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং এবং মাসুদ উদ্দিন চৌধুরী অংশগ্রহণ করেন।
বৈঠকে বজ্রপাত থেকে কৃষকদের রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রক্ষামূলক ব্যবস্থা গ্রহণ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট যে কোনও জরুরি অবস্থা মোকাবিলায় মন্ত্রণালয়কে রিজার্ভ ফান্ড রাখার সুপারিশ করা হয়। বৈঠকে জানানো হয়, গত অক্টোবর মাসে রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন খুন, ২৫ জন অপহরণ, ২১ জন মানবপাচার ও ৬ জন ধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়াও ৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। এ মাসে ১৬২ জনের বিরুদ্ধে ৫১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে মাদক মামলায় ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টের ৩৪টি অভিযানে ৮৬টি মামলা দায়ের করে এক লাখ ২৯ হাজার ৪০০ টাকা অর্থদ- আদায় এবং ৫০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এপিবিএনের তিনটি ব্যাটালিয়ন কর্মরত রয়েছে।
চালের পরিবর্তে টাকা বরাদ্দ চায় সংসদীয় কমিটি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ





















