নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে হঠাৎ অসুস্থ হয়ে বৃদ্ধ এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বুধবার দুপুরে স্টেশনের নিচে পশ্চিম পাশের সড়কে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন মো. শাহাবুদ্দিন নামের ৭০ বছর বয়সী ওই রিকশাচালক। শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া জানান, শাহাবুদ্দিন রিকশা চালিয়ে উত্তর দিকে যাচ্ছিলেন, রিকশায় কোনো যাত্রী ছিল না।
“সড়কের পাশের রিকশা রেখে হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের কয়েকজন পুলিশ সদস্য এগিয়ে গিয়েছিলেন। কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
ওসি জানান, শাহাবুদ্দিনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে। ঢাকায় আগারগাঁও এলাকাতেই তিনি থাকতেন। “ঘটনা শুনে তার ছেলে এনামুল হকও ছুটে আসেন। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
চালাচ্ছিলেন রিকশা, হঠাৎ থামিয়ে লুটিয়ে পড়লেন বৃদ্ধ
ট্যাগস :
চালাচ্ছিলেন রিকশা
জনপ্রিয় সংবাদ