ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

চালকের মৃত্যুর ঘটনায় বাস চলাচল বন্ধ

  • আপডেট সময় : ১২:৪০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • ১৫২ বার পড়া হয়েছে

চাঁদপুর সংবাদদাতা : দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বাস চালকের মৃত্যুর ঘটনায় চাঁদপুর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। গতকাল সোমবার ভোরে চাঁদপুর বাসস্ট্যন্ড থেকে কয়েকটি বাস ছেড়ে গেলেও সকাল ৯টার দিকে শ্রমিকরা একত্রিত হয়ে সব বাস বন্ধ করে দেয়। জানা গেছে, গত রবিবার ভোরে চাঁদপুর সদর উপজেলার চাঁদখার বাজার নুরুল হক উচ্চ বিদ্যালয় সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে পদ্মা এক্সপ্রেস নামে ঢাকাগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ ভেঙে যায় এবং চালক মিজান গুরুতর আহত হন। ওই সময় ১০ যাত্রী আহত হন এবং সাড়ে ৮ মাস বয়সী এক শিশু মারা যায়। আহত চালক মিজানকে তাৎক্ষনিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতেই চালক মিজানের মৃত্যু হয়। তবে শ্রমিকদের অভিযোগ মিজানের চিকিৎসার জন্য মালিকপক্ষ কোনো ধরনের সহায়তা করেনি। একাধিক বাস চালক বলেন, শ্রমিকদের উন্নয়নে পরিবহন ও মালিক সমিতি। আজ আমাদের এক বাসচালক ভাই দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় বিনা চিকিৎসায় মারা গেছে। তার কোনো খোঁজ-খবর নেয়নি পরিবহন নেতারা। এমনকি সকালে জানাজায়ও আসেনি তারা। তাদের কারণে পৌর বাস টার্মিনালের কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি। তারা আমাদের কষ্টের টাকা আত্মসাৎ করছে। মিজানের মতো অনেকেই বিনা চিকিৎসা এবং সহযোগিতার অভাবে মারা গেছে। আমরা পরিবহন নেতাদের পদত্যাগ দাবি করছি। আমাদের সকল দাবি-দাওয়া মেনে না নিলে পরিবহন চলাচল বন্ধ থাকবে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, বাস দুর্ঘটনায় মিজান নামে চালক নিহত হওয়ার ঘটনায় শ্রমিকরা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও বাস চলাচল বন্ধ রেখেছে। তাদের অভিযোগ, বিনা চিকিৎসা ও সহযোগিতার অভাবে চালক মিজান মারা গেছে। মালিক ও শ্রমিক কর্তৃপক্ষ বসে ঘটনাটি সমাধান করবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চালকের মৃত্যুর ঘটনায় বাস চলাচল বন্ধ

আপডেট সময় : ১২:৪০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১

চাঁদপুর সংবাদদাতা : দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বাস চালকের মৃত্যুর ঘটনায় চাঁদপুর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। গতকাল সোমবার ভোরে চাঁদপুর বাসস্ট্যন্ড থেকে কয়েকটি বাস ছেড়ে গেলেও সকাল ৯টার দিকে শ্রমিকরা একত্রিত হয়ে সব বাস বন্ধ করে দেয়। জানা গেছে, গত রবিবার ভোরে চাঁদপুর সদর উপজেলার চাঁদখার বাজার নুরুল হক উচ্চ বিদ্যালয় সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে পদ্মা এক্সপ্রেস নামে ঢাকাগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ ভেঙে যায় এবং চালক মিজান গুরুতর আহত হন। ওই সময় ১০ যাত্রী আহত হন এবং সাড়ে ৮ মাস বয়সী এক শিশু মারা যায়। আহত চালক মিজানকে তাৎক্ষনিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতেই চালক মিজানের মৃত্যু হয়। তবে শ্রমিকদের অভিযোগ মিজানের চিকিৎসার জন্য মালিকপক্ষ কোনো ধরনের সহায়তা করেনি। একাধিক বাস চালক বলেন, শ্রমিকদের উন্নয়নে পরিবহন ও মালিক সমিতি। আজ আমাদের এক বাসচালক ভাই দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় বিনা চিকিৎসায় মারা গেছে। তার কোনো খোঁজ-খবর নেয়নি পরিবহন নেতারা। এমনকি সকালে জানাজায়ও আসেনি তারা। তাদের কারণে পৌর বাস টার্মিনালের কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি। তারা আমাদের কষ্টের টাকা আত্মসাৎ করছে। মিজানের মতো অনেকেই বিনা চিকিৎসা এবং সহযোগিতার অভাবে মারা গেছে। আমরা পরিবহন নেতাদের পদত্যাগ দাবি করছি। আমাদের সকল দাবি-দাওয়া মেনে না নিলে পরিবহন চলাচল বন্ধ থাকবে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, বাস দুর্ঘটনায় মিজান নামে চালক নিহত হওয়ার ঘটনায় শ্রমিকরা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও বাস চলাচল বন্ধ রেখেছে। তাদের অভিযোগ, বিনা চিকিৎসা ও সহযোগিতার অভাবে চালক মিজান মারা গেছে। মালিক ও শ্রমিক কর্তৃপক্ষ বসে ঘটনাটি সমাধান করবে।