ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

চালকের পর মারা গেলেন আহত যাত্রী

  • আপডেট সময় : ১২:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে

বগুড়া সংবাদদাতা : বগুড়া সদরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চালকের পর এবার মারা গেলেন সিএনজিচালিত অটোরিকশার আহত এক যাত্রী। নিহত যাত্রীর নাম জাকারিয়া (১৮)। গতকাল বুধবার (২২ মার্চ) দুপুর ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাকারিয়া বগুড়ার কাহালু উপজেলার নরাহট্ট গ্রামের আকরামের ছেলে। ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন। এরআগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এরুলিয়ায় হাটখোলা এলাকার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন দুপুর পৌনে ১২টার দিকে অটোরিকশার চালক লিটনের (৪০) মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আরও তিন যাত্রী শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন বগুড়ার কাহালু উপজেলার শিকড় গ্রামের ওয়াহেদ আলীর ছেলে সাজু মিয়া (৩০), সদর উপজেলার সেতাবপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মনিরা (৪০) ও অজ্ঞাতপরিচয় এক নারী (৫০)। তাদের মধ্যে ওই নারীর অবস্থা আশঙ্কাজনক।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সকালে একটি ট্রাক দুপচাঁচিয়া থেকে বগুড়া শহরে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চালকের পর মারা গেলেন আহত যাত্রী

আপডেট সময় : ১২:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

বগুড়া সংবাদদাতা : বগুড়া সদরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চালকের পর এবার মারা গেলেন সিএনজিচালিত অটোরিকশার আহত এক যাত্রী। নিহত যাত্রীর নাম জাকারিয়া (১৮)। গতকাল বুধবার (২২ মার্চ) দুপুর ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাকারিয়া বগুড়ার কাহালু উপজেলার নরাহট্ট গ্রামের আকরামের ছেলে। ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন। এরআগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এরুলিয়ায় হাটখোলা এলাকার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন দুপুর পৌনে ১২টার দিকে অটোরিকশার চালক লিটনের (৪০) মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আরও তিন যাত্রী শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন বগুড়ার কাহালু উপজেলার শিকড় গ্রামের ওয়াহেদ আলীর ছেলে সাজু মিয়া (৩০), সদর উপজেলার সেতাবপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মনিরা (৪০) ও অজ্ঞাতপরিচয় এক নারী (৫০)। তাদের মধ্যে ওই নারীর অবস্থা আশঙ্কাজনক।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সকালে একটি ট্রাক দুপচাঁচিয়া থেকে বগুড়া শহরে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।