ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, বেচতে গিয়ে ধরা

  • আপডেট সময় : ১০:৪১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বাড্ডায় মাসুদ উরফে কাজল (৪২) নামে এক রিকশাচালককে খুন করে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ছিনতাইকরা রিকশাটি বিক্রি করতে গিয়ে ধরা পড়েন দুই ছিনতাইকারী।

গত সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাড্ডার কাঠালদিয়া এলাকার বসুন্ধরা আবাসিক গেটের বিপরীত পাশ থেকে কাজলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

নিহতের শ্যালক মো. সেলিম জানান, কাজলের বাড়ি নেত্রকোনার দুর্গাপুরে। ঢাকায় ভাটারার ফাসেরটেক এলাকায় বসবাস করতেন তিনি। তার স্ত্রী ও তিন সন্তান গ্রামের বাড়িতে থাকেন।

তিনি জানান, রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নতুন বাজারের একটি গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হন কাজল। রাতে ওই রিকশা নিয়ে দুই যুবক গ্যারেজে গিয়ে বিক্রির চেষ্টা করলে মালিক সেটি চিনে ফেলেন। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব না পেয়ে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে তারা কাজলকে খুন করে মরদেহ ফেলে রাখার কথা স্বীকার করেন। তাদের তথ্য অনুযায়ী সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রিকশাচালককে হত্যার পর রিকশা বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে দুই ঘাতক। তাদের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

সানা/আপ্র/০৯/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, বেচতে গিয়ে ধরা

আপডেট সময় : ১০:৪১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বাড্ডায় মাসুদ উরফে কাজল (৪২) নামে এক রিকশাচালককে খুন করে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ছিনতাইকরা রিকশাটি বিক্রি করতে গিয়ে ধরা পড়েন দুই ছিনতাইকারী।

গত সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাড্ডার কাঠালদিয়া এলাকার বসুন্ধরা আবাসিক গেটের বিপরীত পাশ থেকে কাজলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

নিহতের শ্যালক মো. সেলিম জানান, কাজলের বাড়ি নেত্রকোনার দুর্গাপুরে। ঢাকায় ভাটারার ফাসেরটেক এলাকায় বসবাস করতেন তিনি। তার স্ত্রী ও তিন সন্তান গ্রামের বাড়িতে থাকেন।

তিনি জানান, রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নতুন বাজারের একটি গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হন কাজল। রাতে ওই রিকশা নিয়ে দুই যুবক গ্যারেজে গিয়ে বিক্রির চেষ্টা করলে মালিক সেটি চিনে ফেলেন। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব না পেয়ে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে তারা কাজলকে খুন করে মরদেহ ফেলে রাখার কথা স্বীকার করেন। তাদের তথ্য অনুযায়ী সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রিকশাচালককে হত্যার পর রিকশা বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে দুই ঘাতক। তাদের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

সানা/আপ্র/০৯/০৯/২০২৫