ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

চার বছর পর এলো সুযোগ

  • আপডেট সময় : ১২:৩৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • ৪১৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালের সেপ্টম্বর-অক্টোবর। সময়ের হিসাব বলছে প্রায় চার বছর। বাংলাদেশ ‘এ’ দলের সবশেষ সিরিজের ঘটনা এতদিন আগেই। সেবারের শ্রীলঙ্কা সফরের পর লম্বা বিরতি দিয়ে ‘এ’ দলের সামনে আবার এসেছে ম্যাচ খেলার সুযোগ। আগামী মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে দলটি। ক্যারিবিয়ান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে সফরকারীরা। সব ম্যাচই হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি প্রকাশ করেছে। দুই দলের সিরিজ শুরু হবে চার দিনের ম্যাচ দিয়ে। ৪ আগস্ট শুরু প্রথম চার দিনের ম্যাচ। ৭ আগস্ট প্রথম ম্যাচ শেষে দুই দিন বিরতির পর দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু ১০ আগস্ট। সাদা পোশাকের ম্যাচ দুটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়। অন্যদিকে তিনটি একদিনের ম্যাচ হবে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ আগস্ট। সকাল ৯টা ৩০ মিনিটে প্রতিটি ম্যাচ শুরু হবে। প্রায় চার বছর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশ ‘এ’ দল সবশেষ ম্যাচ খেলেছিল। সেবার চার দিনের ম্যাচের নেতৃত্বে ছিলেন মুমিনুল হক আর ওয়ানডের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ মিঠুন। এবারের সফরে নেতৃত্বে না থাকলেও এই দুজনের দলে থাকার সম্ভাবনা প্রবল। ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেছেন, “এ’ দলের সিরিজ খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটে মেলে ধরতে বড় ভূমিকা রাখে। আন্তর্জাতিক সূচি এখন আগের থেকে অনেক ব্যস্ত। ক্রিকেটারদের তাই নিজেদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতার জন্য প্রস্তুত থাকতে হয়।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চার বছর পর এলো সুযোগ

আপডেট সময় : ১২:৩৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালের সেপ্টম্বর-অক্টোবর। সময়ের হিসাব বলছে প্রায় চার বছর। বাংলাদেশ ‘এ’ দলের সবশেষ সিরিজের ঘটনা এতদিন আগেই। সেবারের শ্রীলঙ্কা সফরের পর লম্বা বিরতি দিয়ে ‘এ’ দলের সামনে আবার এসেছে ম্যাচ খেলার সুযোগ। আগামী মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে দলটি। ক্যারিবিয়ান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে সফরকারীরা। সব ম্যাচই হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি প্রকাশ করেছে। দুই দলের সিরিজ শুরু হবে চার দিনের ম্যাচ দিয়ে। ৪ আগস্ট শুরু প্রথম চার দিনের ম্যাচ। ৭ আগস্ট প্রথম ম্যাচ শেষে দুই দিন বিরতির পর দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু ১০ আগস্ট। সাদা পোশাকের ম্যাচ দুটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়। অন্যদিকে তিনটি একদিনের ম্যাচ হবে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ আগস্ট। সকাল ৯টা ৩০ মিনিটে প্রতিটি ম্যাচ শুরু হবে। প্রায় চার বছর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশ ‘এ’ দল সবশেষ ম্যাচ খেলেছিল। সেবার চার দিনের ম্যাচের নেতৃত্বে ছিলেন মুমিনুল হক আর ওয়ানডের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ মিঠুন। এবারের সফরে নেতৃত্বে না থাকলেও এই দুজনের দলে থাকার সম্ভাবনা প্রবল। ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেছেন, “এ’ দলের সিরিজ খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটে মেলে ধরতে বড় ভূমিকা রাখে। আন্তর্জাতিক সূচি এখন আগের থেকে অনেক ব্যস্ত। ক্রিকেটারদের তাই নিজেদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতার জন্য প্রস্তুত থাকতে হয়।’