বিনোদন ডেস্ক : দেশের সংগীতাঙ্গনে অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জি সিরিজ। অডিও গানের স্বর্ণালী যুগ থেকে এই আধুনিক অন্তর্জালের সময়ে প্রতিষ্ঠানটি ধারাবাহিকতা ধরে রেখেছে শক্ত হাতে। আজ শুক্রবার (৩ মার্চ) সংগীতময় এই পথচলার ৪০ বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে বিশেষ উদযাপনের আয়োজন রাখছে জি সিরিজ পরিবার। আগামী ৫ মার্চ বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির চার দশক পূর্তি অনুষ্ঠান। যেখানে অংশ নেবেন দেশের সংগীতাঙ্গনের তারকা-কিংবদন্তিরা। চার দশক পূর্তির শুভেচ্ছা জানিয়ে জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ বলেন, ‘মনে হচ্ছে এই তো সেদিন জি সিরিজের যাত্রা শুরু হয়েছে। দেখতে দেখতে ৪০ বছর হয়ে গেছে। কীভাবে যে চার দশক চলে গেছে টেরই পাইনি। বরাবরের মতো আমরা এখনও নীতি-আদর্শে অটল আছি। বিগত দিনগুলোর মত আগামীতেও দেশের প্রবীণ-নবীন শিল্পীদের নিয়ে কাজ করে যাবে জি সিরিজ।’
উল্লেখ্য, ১৯৮৩ সালে জি-সিরিজ প্রতিষ্ঠা করেন শিল্প অনুরাগী নাজমুল হক ভূঁইয়া খালেদ। তার মেধা, মনন এবং বলিষ্ঠ নেতৃত্বে প্রতিষ্ঠানটি এখন দেশের প্রথমসারির একটি প্রযোজনা সংস্থা হিসেবে সুনামের সঙ্গে এগিয়ে চলছে। দেশের প্রতিষ্ঠিত বহু গীতিকার, সুরকার ও সংগীতশিল্পীর আত্মপ্রকাশ ঘটেছে জি সিরিজ থেকেই। জি-সিরিজের নামকরণ করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতাগ্রন্থ গীতাঞ্জলির ইংরেজি প্রথম বর্ণ ‘জি’-কে গুরুত্ব দিয়ে। এছাড়া, গায়া, গ্লোবাল ও গ্রাউন্ড এ শব্দগুলোর প্রথম বর্ণ ‘জি’। গায়া, গ্রাউন্ড ও গ্লোবালের বৈশিষ্ট্য অনুসরণের নীতি ও অনুমিতি জি-সিরিজের অন্যতম বৈশিষ্ট্য। প্রতিষ্ঠানটি বাংলা গানের ক্যাসেট/অ্যালবাম, সিডি, ভিসিডি, মিউজিক ভিডিও প্রকাশনাসহ নাটক, টেলিফিল্ম, সিনেমা এবং ভিডিও ডকুমেন্টারির প্রযোজনা-পরিবেশনা করে আসছে। ২০০৬ সালে জি সিরিজ অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ‘অগ্নিবীণা’ প্রতিষ্ঠা করে। যার নামকরণ করা হয় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতাগ্রন্থ অগ্নিবীণা থেকে। পরবর্তীতে ‘জি-টেকনলজিস’, ‘রেডিও জি বিডি ডটনেট’ জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করে। এছাড়া ‘নিউজজি টোয়েন্টিফোর ডটকম’ নামের একটি অনলাইন নিউজপোর্টালও রয়েছে তাদের। যেটি ছয় বছর আগে ৩ মার্চই যাত্রা করে। ফলে জি সিরিজ ও নিউজজির প্রতিষ্ঠাবার্ষিকী একইদিন। সর্বশেষ আরও দুটি অঙ্গ প্রতিষ্ঠান চালু করেছে জি সিরিজ। এগুলো হলো ই-কমার্স সাইট বিক্রয়বাবা ডটকম ও জি প্রাইম।
চার দশক পেরিয়ে জি সিরিজ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ