ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

  • আপডেট সময় : ০৭:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: গতকাল সোমবার চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তিনজন। নিহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একজন, দিনাজপুরের ঘোড়াঘাটে দু’জন, খুলনার ডুমুরিয়ায় একজন ও নরসিংদীর শিবপুরে দু’জন রয়েছেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর:
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় লরির ধাক্কায় মো. সাকিব মিয়া নামে এক প্রাইভেটকারচালক নিহত হয়েছেন। গতকাল সোমবারসকাল ১১টায় উপজেলার বুধন্তী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাকিব মিয়া ঢাকার মহাখালী (ওয়্যারলেস গেইট) এলাকার গণি মিয়ার ছেলে।
সরাইল খাঁটিয়াতা হাইওয়ে থানার ওসি মারগুব তৌহিদ জানান, বুধন্তী এলাকার মাদরাসার সামনে দ্রুতগতির একটি লরি প্রাইভেটকারটিকে সামনে থেকে ধাক্কা দিলে প্রাইভেটকারের চালক গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দাঁড়িয়ে থাকা আটটি ভ্যানে ধাক্কা দিয়েছে একটি কাভার্ডভ্যান। এতে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহত সবার অবস্থা আশঙ্কাজনক। গতকাল সোমবার সকাল ৭টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজারের মাছের আড়ৎ সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের গোফ্ফার হোসেন এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন। আহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার মোগরপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা, হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ধাওয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে আল-আমিন এবং একই এলাকার কাদিপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে এনামুল হক।
প্রত্যক্ষদর্শী জানায়, সকালে রানীগঞ্জ বাজারে মাছের আড়তের পাশে দাঁড়িয়ে থাকা আটটি ভ্যানকে ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একটি কাভার্ডভ্যান (যার নং-ঢাকা মেট্রো-ট- ১৮-৬৪০৯) ধাক্কা দেয়। এতে ভ্যানগুলো দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন চারজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
আহতদের একজনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. প্রিয়ংক কুন্ডু জানান, সকালে দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। বাকি আহত তিনজনের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, দুর্ঘটনার পর ট্রাকটিসহ এর চালক সিদ্দিক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খুলনা : খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ফারজানা ইয়াসমিন (২৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত রবিবার রাত ৮টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকার এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গুটুদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফুটবল মাঠের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভাইয়ের মোটরসাইকেলে খুলনা থেকে ডুমুরিয়া আসছিলেন ফারজানা। পথে ট্রাকচাপায় তিনি পিষ্ট হন। মোটরসাইকেলে থাকা তার ভাই ও ছেলে অক্ষত রয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।
ডুমুরিয়া থানার ওসি আব্দুল হাই জানান, ডুমুরিয়া থানার নারী কনস্টেবল ফারজানা ইয়াসমিন তার ভাইয়ের মোটরসাইকেলে খুলনা থেকে ডুমুরিয়া আসছিলেন। তাদের মোটরসাইকলেটি গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই ফারজানার মৃত্যু হয়। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদী: নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার গাবতলীতে (মরজাল বাসস্ট্যান্ডের অদূরে) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার চিনিশপুরের আক্তারুজ্জামানের ছেলে দারুল কারার সিফাত (২৮) এবং একই এলাকার ইকবাল ফকিরের ছেলে সোহেল ফকির (২৯)।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাতে হাইওয়ে থানা পুলিশ জানায়, মরজালের একটি প্রশিক্ষণ সেন্টার থেকে সোহেলকে নিয়ে মোটরসাইকেলযোগে নরসিংদীর চিনিশপুরে ফিরেছিলেন সিফাত। এসময় শিবপুরের গাবতলী এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয়রা মোটরসাইকেল আরোহীদের নরসিংদীর ১০০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইটাখোলা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সোহেল সারোয়ার জানান, গাবতলী এলাকায় কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি কাভার্ডভ্যান জব্দ করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

আপডেট সময় : ০৭:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

প্রত্যাশা ডেস্ক: গতকাল সোমবার চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তিনজন। নিহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একজন, দিনাজপুরের ঘোড়াঘাটে দু’জন, খুলনার ডুমুরিয়ায় একজন ও নরসিংদীর শিবপুরে দু’জন রয়েছেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর:
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় লরির ধাক্কায় মো. সাকিব মিয়া নামে এক প্রাইভেটকারচালক নিহত হয়েছেন। গতকাল সোমবারসকাল ১১টায় উপজেলার বুধন্তী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাকিব মিয়া ঢাকার মহাখালী (ওয়্যারলেস গেইট) এলাকার গণি মিয়ার ছেলে।
সরাইল খাঁটিয়াতা হাইওয়ে থানার ওসি মারগুব তৌহিদ জানান, বুধন্তী এলাকার মাদরাসার সামনে দ্রুতগতির একটি লরি প্রাইভেটকারটিকে সামনে থেকে ধাক্কা দিলে প্রাইভেটকারের চালক গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দাঁড়িয়ে থাকা আটটি ভ্যানে ধাক্কা দিয়েছে একটি কাভার্ডভ্যান। এতে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহত সবার অবস্থা আশঙ্কাজনক। গতকাল সোমবার সকাল ৭টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজারের মাছের আড়ৎ সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের গোফ্ফার হোসেন এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন। আহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার মোগরপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা, হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ধাওয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে আল-আমিন এবং একই এলাকার কাদিপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে এনামুল হক।
প্রত্যক্ষদর্শী জানায়, সকালে রানীগঞ্জ বাজারে মাছের আড়তের পাশে দাঁড়িয়ে থাকা আটটি ভ্যানকে ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একটি কাভার্ডভ্যান (যার নং-ঢাকা মেট্রো-ট- ১৮-৬৪০৯) ধাক্কা দেয়। এতে ভ্যানগুলো দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন চারজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
আহতদের একজনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. প্রিয়ংক কুন্ডু জানান, সকালে দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। বাকি আহত তিনজনের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, দুর্ঘটনার পর ট্রাকটিসহ এর চালক সিদ্দিক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খুলনা : খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ফারজানা ইয়াসমিন (২৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত রবিবার রাত ৮টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকার এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গুটুদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফুটবল মাঠের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভাইয়ের মোটরসাইকেলে খুলনা থেকে ডুমুরিয়া আসছিলেন ফারজানা। পথে ট্রাকচাপায় তিনি পিষ্ট হন। মোটরসাইকেলে থাকা তার ভাই ও ছেলে অক্ষত রয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।
ডুমুরিয়া থানার ওসি আব্দুল হাই জানান, ডুমুরিয়া থানার নারী কনস্টেবল ফারজানা ইয়াসমিন তার ভাইয়ের মোটরসাইকেলে খুলনা থেকে ডুমুরিয়া আসছিলেন। তাদের মোটরসাইকলেটি গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই ফারজানার মৃত্যু হয়। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদী: নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার গাবতলীতে (মরজাল বাসস্ট্যান্ডের অদূরে) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার চিনিশপুরের আক্তারুজ্জামানের ছেলে দারুল কারার সিফাত (২৮) এবং একই এলাকার ইকবাল ফকিরের ছেলে সোহেল ফকির (২৯)।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাতে হাইওয়ে থানা পুলিশ জানায়, মরজালের একটি প্রশিক্ষণ সেন্টার থেকে সোহেলকে নিয়ে মোটরসাইকেলযোগে নরসিংদীর চিনিশপুরে ফিরেছিলেন সিফাত। এসময় শিবপুরের গাবতলী এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয়রা মোটরসাইকেল আরোহীদের নরসিংদীর ১০০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইটাখোলা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সোহেল সারোয়ার জানান, গাবতলী এলাকায় কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি কাভার্ডভ্যান জব্দ করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।