প্রত্যাশা ডেস্ক : ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ অভিযানে নভোচারী নীল আমস্ট্রং যখন সর্বপ্রথম চাঁদে পা রাখেন, তখন তা বিশ্ববাসীর কাছে ছিলো এক অভূতপূর্ব অর্জন। সে যাত্রায় নীল আমস্ট্রং নমুনা হিসেবে চাদেঁর পৃষ্ঠদেশ থেকে ধুলো সংগ্রহ করেন। সম্প্রতি একটি নিলামে সে ধুলো বিক্রি হলো ৫ লাখ ৮ হাজার ৩৭৫ মার্কিন ডলারে যা বাংলাদেশি মুদ্রায় চার কোটি ৪০ লাখ টাকারও বেশি! সূত্র-ন্যাশনাল জিওগ্রাফিক। এতদিন চাঁদের ধুলোর এই নমুনা রাখা ছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে। তারা ভেবেছিল, নিলামে দাম উঠবে আট লাখ থেকে ১২ লাখ মার্কিন ডলার। চাঁদ থেকে যে মাটি নভোচারীরা সংগ্রহ করছেন, তা আদতে পাথুরে।