নাজমুল হক, রাজশাহী : একটি গাছ একটি প্রাণ, এই নিয়ে গড়বো সবুজ গ্রাম… স্লোগানে রাজশাহীতে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ উদ্বোধন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০ টায় আল-আকসা ডেভেলপার্স (প্রা:) লি.-এর আয়োজনে ও আরএমপির সহায়তায় সদর দপ্তরে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আল-আকসা (প্রা:) লিমিটেডের চেয়ারম্যান মো: সালেউর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো: মিজানুর রহমান কাজী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম-সহ কর্মকর্তাগণ। পরে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ভেষজ এক হাজার চারা বিতরণ করা হয়।