আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া সীমান্তবর্তী উত্তর চাদের একটি সোনার খনির শ্রমিকদের মধ্যে গত ২৩ মে সংঘর্ষ বাধে। সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ১০০ জন নিহত হয়েছে বলে জারিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাউদ ইয়ায়া ব্রাহিম।
প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে রয়টার্স জানায়, লিবিয়ার সীমান্তবর্তী পার্বত্য কৌরি বৌগৌদি জেলার একটি আন-অফিশিয়াল সোনার খনিতে ২৩ মে রাত থেকে সহিংসতা শুরু হয়। ঘটনার সূত্রপাত মূলত দুই শ্রমিকের বাগবিত-া থেকে। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শান্ত করতে চাদের সরকার ২৫ মে ঘটনাস্থলে সত্য-অনুসন্ধানী মিশন পাঠিয়েছিল। মিশনের তথ্যে বলা হয়, সেখানে অনেকে নিহত হয়েছে এবং অসংখ্য লোক আহত হয়েছে। ব্রাহিম রয়টার্সকে বলেছেন, মিশনের পর আমরা ১০০ জনের মতো নিহতের সন্ধান পেয়েছি। আপাতত সমস্ত আন-অফিশিয়াল খনির কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং আমরা ঘটনাস্থল থেকে লোকজনকে সরিয়ে নিয়েছি।
চাদের স্বর্ণ খনিতে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১০০
ট্যাগস :
চাদের স্বর্ণ খনিতে ভয়াবহ সংঘর্ষ
জনপ্রিয় সংবাদ