রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর মোহনপুর উপজেলায় চাচাকে দা দিয়ে কুপিয়ে হত্যার পর ভাতিজা থানায় আত্মসমর্পণ করেছেন। মোহনপুর থানার এসআই ইব্রাহীম খলিলুল্লাহ জানান, রোববার সকালে নাসির উদ্দিন শাহ নামের ওই ব্যক্তি থানায় এসে আত্মসমর্পণ করেন। নাসির উদ্দিন শাহ উপজেলার বাকশিমইল ইউনিয়নের সিন্দুরী এলাকার নাজু শাহর ছেলে। নিহত নাজিম উদ্দিন শাহ ওই এলাকার মৃত ময়েজ উদ্দিন শাহর ছেলে। নাজিমের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এসআই বলেন, নাজিম উদ্দিনকে দা দিয়ে এলোপাতড়ি কুপিয়ে জখম করেন তার ভাতিজা নাসির উদ্দিন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকেরা নাসিরকে মৃত ঘোষণা করেন।