ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

চাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ

  • আপডেট সময় : ০৯:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

চবি সংবাদদাতা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল ৪টায়। এরপর শুরু হয়েছে ভোট গণনা। নির্বাচন কমিশনারে প্রধান অধ্যাপক মনির উদ্দিন জানিয়েছেন, নির্বাচনে মোট ভোট পড়েছে ৭০ শতাংশ।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক মনির উদ্দিন বলেন, এখনও পর্যন্ত আমাদের কাছে সব কেন্দ্রের তথ্য আসেনি। তবে সার্বিকভাবে বলা যায়, প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। সমাজবিজ্ঞান অনুষদ ভবনে ৬৭ দশমিক ১৭ শতাংশ, আইটি ভবনে ৭২ শতাংশ এবং বিজ্ঞান অনুষদ ভবনে ৬৯ শতাংশ ভোটারের ভোট পড়েছে।

চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। আজ সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার মোট ভোটার ছিল ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় পাঁচটি অনুষদের ১৫টি কেন্দ্রে, যেখানে ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে এবার মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন, আর হল সংসদে ৪৯৩ জন প্রার্থী অংশ নিয়েছেন।

ওআ/আপ্র/১৫/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ

আপডেট সময় : ০৯:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

চবি সংবাদদাতা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল ৪টায়। এরপর শুরু হয়েছে ভোট গণনা। নির্বাচন কমিশনারে প্রধান অধ্যাপক মনির উদ্দিন জানিয়েছেন, নির্বাচনে মোট ভোট পড়েছে ৭০ শতাংশ।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক মনির উদ্দিন বলেন, এখনও পর্যন্ত আমাদের কাছে সব কেন্দ্রের তথ্য আসেনি। তবে সার্বিকভাবে বলা যায়, প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। সমাজবিজ্ঞান অনুষদ ভবনে ৬৭ দশমিক ১৭ শতাংশ, আইটি ভবনে ৭২ শতাংশ এবং বিজ্ঞান অনুষদ ভবনে ৬৯ শতাংশ ভোটারের ভোট পড়েছে।

চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। আজ সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার মোট ভোটার ছিল ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় পাঁচটি অনুষদের ১৫টি কেন্দ্রে, যেখানে ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে এবার মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন, আর হল সংসদে ৪৯৩ জন প্রার্থী অংশ নিয়েছেন।

ওআ/আপ্র/১৫/১০/২০২৫