ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

চাকরি হারিয়ে কর্মক্ষেত্র গুঁড়িয়ে দিলেন কর্মী

  • আপডেট সময় : ১১:৩২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : হ্রদের পাশে সুন্দর কয়েকটি দোতলা ভবন। সামনের বাগানে ফুল ফুটে রয়েছে। পাশে হ্রদের জলে হালকা স্রোত বইছে। সব মিলিয়ে নির্মল একটা পরিবেশ। হঠাৎ সেখানে এক্সকাভেটর নিয়ে হাজির হন এক ব্যক্তি। আর মুহূর্তেই একটি ভবন ভাঙতে শুরু করে দেন তিনি। চোখের পলকে দোতলা ভবনের একটি অংশ গুঁড়িয়ে দেয় এক্সকাভেটরটি। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে আসল ঘটনা হলো যে ব্যক্তি ভবনটি ভাঙছিলেন, তিনি ওই ভবনে কাজ করতেন। সম্প্রতি তিনি কাজ হারিয়েছেন। আর সে জন্যই মালিকের ওপর ক্ষোভ এবং রেগে গিয়ে সাবেক কর্মক্ষেত্র ওই ভবন গুঁড়িয়ে দিয়েছেন তিনি।
অবাক করা এই ঘটনা কানাডার ক্যালগেরিতে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই ঘটনা নিয়ে গত মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। এতে বলা হয়েছে, চাকরিচ্যুত ওই কর্মীর বয়স ৫৯ বছর। তবে তাঁর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এমনকি তিনি কেন চাকরি হারিয়েছেন, সেটাও জানানো হয়নি।
টুইটারে ভিডিওটি আপলোড করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘কেউ এমন করতে পারেন না। চাকরি হারানোর পর একজন কর্মী তাঁর কর্মস্থল এক্সকাভেটর দিয়ে এভাবে গুঁড়িয়ে দিচ্ছেন।’ ভিডিও ফুটেজটি প্রায় পৌনে তিন লাখ মানুষ দেখেছেন। ভিডিওর নিচে একজন কমেন্ট করেছেন, ‘অবশেষে শ্রমিকশ্রেণির মানুষেরা জেগে উঠেছেন।’
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ গিয়ে হাজির হয়। এরপর সাবেক কর্মস্থলের ক্ষতিসাধনের জন্য পুলিশ ওই ব্যক্তিকে আটক করে। এখন তাঁর বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে। ভেঙে ফেলা ভবনটির মালিক জিওর্দি নিউল্যান্ডস জানান, ঘটনাস্থলে পাশাপাশি কয়েকটি ভবন রয়েছে। তবে সাবেক কর্মীর রাগের বলি হয়েছে দোতলা একটি ভবন। এখন ভবনটি মেরামত করতে কয়েক লাখ ডলার ব্যয় করতে হবে। তিনি আরও বলেন, ‘কপাল ভালো, এই ঘটনায় কেউ হতাহত হননি। আমরা কেউ ভাবতেও পারিনি এমন কিছু ঘটবে। এটা অকল্পনীয়।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চাকরি হারিয়ে কর্মক্ষেত্র গুঁড়িয়ে দিলেন কর্মী

আপডেট সময় : ১১:৩২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২

প্রত্যাশা ডেস্ক : হ্রদের পাশে সুন্দর কয়েকটি দোতলা ভবন। সামনের বাগানে ফুল ফুটে রয়েছে। পাশে হ্রদের জলে হালকা স্রোত বইছে। সব মিলিয়ে নির্মল একটা পরিবেশ। হঠাৎ সেখানে এক্সকাভেটর নিয়ে হাজির হন এক ব্যক্তি। আর মুহূর্তেই একটি ভবন ভাঙতে শুরু করে দেন তিনি। চোখের পলকে দোতলা ভবনের একটি অংশ গুঁড়িয়ে দেয় এক্সকাভেটরটি। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে আসল ঘটনা হলো যে ব্যক্তি ভবনটি ভাঙছিলেন, তিনি ওই ভবনে কাজ করতেন। সম্প্রতি তিনি কাজ হারিয়েছেন। আর সে জন্যই মালিকের ওপর ক্ষোভ এবং রেগে গিয়ে সাবেক কর্মক্ষেত্র ওই ভবন গুঁড়িয়ে দিয়েছেন তিনি।
অবাক করা এই ঘটনা কানাডার ক্যালগেরিতে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই ঘটনা নিয়ে গত মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। এতে বলা হয়েছে, চাকরিচ্যুত ওই কর্মীর বয়স ৫৯ বছর। তবে তাঁর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এমনকি তিনি কেন চাকরি হারিয়েছেন, সেটাও জানানো হয়নি।
টুইটারে ভিডিওটি আপলোড করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘কেউ এমন করতে পারেন না। চাকরি হারানোর পর একজন কর্মী তাঁর কর্মস্থল এক্সকাভেটর দিয়ে এভাবে গুঁড়িয়ে দিচ্ছেন।’ ভিডিও ফুটেজটি প্রায় পৌনে তিন লাখ মানুষ দেখেছেন। ভিডিওর নিচে একজন কমেন্ট করেছেন, ‘অবশেষে শ্রমিকশ্রেণির মানুষেরা জেগে উঠেছেন।’
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ গিয়ে হাজির হয়। এরপর সাবেক কর্মস্থলের ক্ষতিসাধনের জন্য পুলিশ ওই ব্যক্তিকে আটক করে। এখন তাঁর বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে। ভেঙে ফেলা ভবনটির মালিক জিওর্দি নিউল্যান্ডস জানান, ঘটনাস্থলে পাশাপাশি কয়েকটি ভবন রয়েছে। তবে সাবেক কর্মীর রাগের বলি হয়েছে দোতলা একটি ভবন। এখন ভবনটি মেরামত করতে কয়েক লাখ ডলার ব্যয় করতে হবে। তিনি আরও বলেন, ‘কপাল ভালো, এই ঘটনায় কেউ হতাহত হননি। আমরা কেউ ভাবতেও পারিনি এমন কিছু ঘটবে। এটা অকল্পনীয়।’