ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে ১০১ দিন ধরে মানববন্ধন

  • আপডেট সময় : ০১:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে মৎস্য অধিদফতরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের ৫১২ জন কর্মচারী ১০১ তম দিনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করছেন।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেন মৎস্য অধিদফতরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা। এ সময় তারা বলেন, আমরা ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের রাজস্ব বাজেটের আওতায় সরাসরি নিয়োগ পেয়েছি। ৫০০ জন ক্ষেত্র সহকারী ও অন্যান্য পদে ১২ জনসহ মোট ৫১২ জনবল ২০১৫-২০১৬ অর্থবছর থেকে সাত বছর ধরে দায়িত্ব পালন করছি। প্রকল্পের মেয়াদ গত ৩০ জুন শেষ হয়েছে। ফলে মৎস্য উৎপাদনের ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। তাই আমাদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবি জানাই। সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন– কোষাধ্যক্ষ সুমন হোসেন, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাহিদা আরবি, ঢাকা বিভাগীয় সভাপতি রাকিবুজ্জামান ও খুলনা বিভাগীয় প্রতিনিধি শামীম রেজা প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে ১০১ দিন ধরে মানববন্ধন

আপডেট সময় : ০১:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে মৎস্য অধিদফতরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের ৫১২ জন কর্মচারী ১০১ তম দিনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করছেন।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেন মৎস্য অধিদফতরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা। এ সময় তারা বলেন, আমরা ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের রাজস্ব বাজেটের আওতায় সরাসরি নিয়োগ পেয়েছি। ৫০০ জন ক্ষেত্র সহকারী ও অন্যান্য পদে ১২ জনসহ মোট ৫১২ জনবল ২০১৫-২০১৬ অর্থবছর থেকে সাত বছর ধরে দায়িত্ব পালন করছি। প্রকল্পের মেয়াদ গত ৩০ জুন শেষ হয়েছে। ফলে মৎস্য উৎপাদনের ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। তাই আমাদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবি জানাই। সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন– কোষাধ্যক্ষ সুমন হোসেন, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাহিদা আরবি, ঢাকা বিভাগীয় সভাপতি রাকিবুজ্জামান ও খুলনা বিভাগীয় প্রতিনিধি শামীম রেজা প্রমুখ।