ক্রীড়া ডেস্ক : আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের হেড কোচের পদ ছাড়ছেন ল্যান্স ক্লুজনার। চলতি বছরের ৩১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডারের সঙ্গে চুক্তি শেষ হবে। এরপর আর চুক্তি নবায়নের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। এর আগে ওয়ানডে বিশ্বকাপের পর ২০১৯ সালের সেপ্টেম্বরে ফিল সিমন্সের স্থলাভিষিক্ত হন ক্লুজনার। সরে যাওয়া প্রসঙ্গে ক্লুজনার বলেন, ‘দুই বছর এই দলটির সঙ্গে কাটানোর পর আমি অনেক ভালো স্মৃতি সাথে নিয়ে যাবো। এখান থেকে চলে যাওয়ার পর অন্য কোথাও কোচিংয়ের ব্যাপারে মন দিতে চাই।’ ক্লুজনারের সময় ক্রিকেটের তিন ফরম্যাটেই উন্নতি করে আফগানরা। তার কোচিংয়ে একটি টেস্ট, ৬ ওয়ানডের তিনটি ও ১৪ টি-টোয়েন্টির মধ্যে ৯টি জেতে দলটি। এসময় ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতে তারা। তবে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ভালো যায়নি। সুপার টুয়েলভে ৫ ম্যাচের তিনটিতে হেরে বিদায় নিতে হয়।