নিজস্ব প্রতিবেদক: সারাদেশে আউটসোর্সিং কর্মীদের ঠিকাদার প্রথা বাতিল করে চাকরির নিশ্চয়তার দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। বুধবার (২৭ আগস্ট) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে আউটসোর্সিং কর্মীদের চাকরির অনিশ্চয়তা নিয়ে এক সেমিনারে এ দাবি করা হয়েছে।
সেমিনারে উপস্থিত ছিলেন– অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহা মির্জাসহ অনেকে।
দাবিসমূহ:
১. আউটসোর্সিং দৈনিক মজুরি ও প্রকল্প ভিত্তিক কর্মীদের ঠিকাদার প্রথা বাতিল করে চাকরির নিশ্চয়তা এবং সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দিতে হবে যা নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে৷
২. একই কাজে দু’রকম সুবিধা থাকা যাবে না। সমান সুযোগ সুবিধা দিতে হবে, ইচ্ছামতো দক্ষ জনবলকে বিনা কারণে চাকরিচ্যুত করা যাবে না, নতুন টেন্ডার বা চুক্তির অজুহাতে অভিজ্ঞ কর্মীদের ছাঁটাই করা যাবে না, এ ব্যাপারে নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
৩. সব বকেয়া বেতন ভাতা দ্রুত পরিশোধ করতে হবে এবং প্রতিমাসের পাওনাদি পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধের বাধ্যবাধকতা থাকতে হবে, যা প্রতিষ্ঠানের নিকট আদেশ/নির্দেশনা হিসেবে বিবেচিত হবে।
৪. শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
৫. অন্যায়ভাবে চাকরিচুত্যদের পুনঃবহাল করতে হবে এবং কর্ম ঘণ্টার পর (ছুটির দিন সহ) কাজ করালে অতিরিক্ত পারিশ্রমিক দেওয়ার জন্য নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
এসি/