ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

চাকরির দাবিতে মমতার বাড়ির সামনে বিক্ষোভ

  • আপডেট সময় : ০২:০৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা (টেট) উত্তীর্ণ চাকরিপ্রার্থী কলকাতার হাজরা মোড়ে বিক্ষোভ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার পথে এই বিক্ষোভের সময় চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে । এতে বেশ কয়েক জন আহত হয়েছে বলে জানা গেছে।
গতকাল বুধবার সকালে কালীঘাট সেতুর দিক থেকে চাকরিপ্রার্থীদের মিছিল এসে হাজরা মোড়ে জড়ো হয়। কালীঘাট রিফিউজি হকার্স কর্নার সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভে বসে পড়েন ২০১৪ সালে টেট উত্তীর্ণ প্রার্থীরা। পুলিশ তাদের অবস্থান তুলে নেওয়ার কথা বললেও তারা অনড় থাকেন। এরপর বলপ্রয়োগ করে আন্দোলনকারীদের গাড়িতে তুলতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে বেশ কয়েক জন রাস্তায় পড়ে যান। তিনটি বাস, চারটি প্রিজন ভ্যানে আন্দোলনকারীদের তুলে নেওয়ার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। আধ ঘণ্টারও বেশি সময় এই পরিস্থিতি চলতে থাকায় নিয়োগপ্রার্থীদের অনেকে অসুস্থ হয়ে রাস্তাতেই শুয়ে পড়েন।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে সল্টলেকে ২০১৪-র প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট উত্তীর্ণদের একাংশ অবিলম্বে নিয়োগের দাবিতে রাস্তায় নামেন। তার আগে বারাসতে জীবন্ত লাশ হয়ে বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। সঙ্গে নিয়ে এসেছিলেন নিজেদের বাচ্চাদেরও। নজিরবিহীন সেই বিক্ষোভে বাবা-মায়ের হয়ে চাকরির জন্য সরব হয়েছিল শিশুরাও। অভিযোগ, ২০১৪ সালে টেট পাশ করেও অনেকক্ষেত্রেই নিয়োগ হয়নি। উল্টো পর্ষদ সভাপতি দাবি করেছেন, যারা যোগ্য তারা প্রত্যেকে নিয়োগপত্র পেয়েছেন। আরও কিছু জন নিয়োগপত্র পাবেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরির দাবিতে মমতার বাড়ির সামনে বিক্ষোভ

আপডেট সময় : ০২:০৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা (টেট) উত্তীর্ণ চাকরিপ্রার্থী কলকাতার হাজরা মোড়ে বিক্ষোভ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার পথে এই বিক্ষোভের সময় চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে । এতে বেশ কয়েক জন আহত হয়েছে বলে জানা গেছে।
গতকাল বুধবার সকালে কালীঘাট সেতুর দিক থেকে চাকরিপ্রার্থীদের মিছিল এসে হাজরা মোড়ে জড়ো হয়। কালীঘাট রিফিউজি হকার্স কর্নার সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভে বসে পড়েন ২০১৪ সালে টেট উত্তীর্ণ প্রার্থীরা। পুলিশ তাদের অবস্থান তুলে নেওয়ার কথা বললেও তারা অনড় থাকেন। এরপর বলপ্রয়োগ করে আন্দোলনকারীদের গাড়িতে তুলতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে বেশ কয়েক জন রাস্তায় পড়ে যান। তিনটি বাস, চারটি প্রিজন ভ্যানে আন্দোলনকারীদের তুলে নেওয়ার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। আধ ঘণ্টারও বেশি সময় এই পরিস্থিতি চলতে থাকায় নিয়োগপ্রার্থীদের অনেকে অসুস্থ হয়ে রাস্তাতেই শুয়ে পড়েন।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে সল্টলেকে ২০১৪-র প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট উত্তীর্ণদের একাংশ অবিলম্বে নিয়োগের দাবিতে রাস্তায় নামেন। তার আগে বারাসতে জীবন্ত লাশ হয়ে বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। সঙ্গে নিয়ে এসেছিলেন নিজেদের বাচ্চাদেরও। নজিরবিহীন সেই বিক্ষোভে বাবা-মায়ের হয়ে চাকরির জন্য সরব হয়েছিল শিশুরাও। অভিযোগ, ২০১৪ সালে টেট পাশ করেও অনেকক্ষেত্রেই নিয়োগ হয়নি। উল্টো পর্ষদ সভাপতি দাবি করেছেন, যারা যোগ্য তারা প্রত্যেকে নিয়োগপত্র পেয়েছেন। আরও কিছু জন নিয়োগপত্র পাবেন।