এমদাদ শুভ্র
ডিঙেদা শেখপাড়া হাটগোপালপুর
ছুটেছি একসাথে দূর বহুদূর
জেলা ভেঙে ভেঙে খ্যাতি নাম যশোর
ভালোবেসে বেসে যে আমি বশ ওর
হৃদয় ভেঙে ভেঙে খ্যাতি নাম যশ ওর।
চাঁদা থেকে চাঁ নিয়ে ছাড়লাম যারে
টিলা থেকে লা নিয়ে বাঁধলাম তারে
চাঁরুবিলা শিরোনাম দশে দশ ওর
ভালোবেসে বেসে যে আমি বশ ওর
হৃদয় ভেঙে ভেঙে খ্যাতি নাম যশ ওর
ঘাম জলে রাত ভোর দুপুরে গড়ায়
চোখের পাতায় ভাসে দুটি গড় আয়
অযুতে নিযুতে প্রেম অবিনশ্বর
ভালোবেসে বেসে যে আমি বশ ওর
হৃদয় ভেঙে ভেঙে খ্যাতি নাম যশ ওর।