ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

চাঁদের মাটি দিয়ে ইট তৈরির যন্ত্র বানালো চীন

  • আপডেট সময় : ০৭:৩৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

চাঁদের মাটি দিয়ে ইট তৈরির যন্ত্র বানালো চীন- ছবি সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক: চন্দ্রপৃষ্ঠে স্থায়ী ঘাঁটি গড়ে তোলার লক্ষ্যে নতুন এক প্রযুক্তি উন্মোচন করেছে চীন। দেশটির বিজ্ঞানীরা এমন এক বিশেষ যন্ত্র তৈরি করেছেন, যা চাঁদের মাটি গলিয়ে ইটে রূপান্তর করতে সক্ষম। চীনের আনহুই প্রদেশের হফেই শহরে চলমান ওয়ার্ল্ড ম্যানুফ্যাকচারিং কনভেনশন ২০২৫-এ প্রযুক্তিটি প্রদর্শন করা হয়।

ডিপ স্পেস এক্সপ্লোরেশন ল্যাবরেটরির গবেষকরা জানিয়েছেন, যন্ত্রটিতে প্যারাবলিক রিফ্লেক্টর ও ফাইবার-অপটিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে সূর্যের আলোকে ১,৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করা সম্ভব, যা চাঁদের ঝুরঝুরে মাটি গলিয়ে ইট বানাতে কাজে লাগবে। ভবিষ্যতে এসব ইট দিয়ে চাঁদে সড়ক, ভবন ও গবেষণা স্টেশনের মতো অবকাঠামো নির্মাণ করা যাবে।

চন্দ্রপৃষ্ঠের বিভিন্ন ধরনের মাটির সঙ্গে যন্ত্রটির কার্যকারিতা যাচাই করতে বিজ্ঞানীরা কৃত্রিমভাবে তৈরি সিমুলেটেড লুনার সয়েল ব্যবহার করেছেন এবং তাতে সফলতা পেয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এটি চাঁদে দীর্ঘমেয়াদি মানব উপস্থিতি নিশ্চিত করার পথে একটি বড় অগ্রগতি।

চীন ইতোমধ্যেই আন্তর্জাতিক চন্দ্র গবেষণা স্টেশন নির্মাণ পরিকল্পনা হাতে নিয়েছে। ২০৩৫ সালের মধ্যে দক্ষিণ মেরু অঞ্চলে প্রথম ধাপের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে, আর পূর্ণাঙ্গ প্রকল্প বাস্তবায়ন হবে ২০৪০-এর দশকে।

এছাড়াও কনভেনশনে প্রদর্শিত হয়েছে পুনঃব্যবহারযোগ্য রকেট হিট শিল্ড, উন্নত চিপ তৈরির লিথোগ্রাফি প্ল্যাটফর্ম, নন-ইনভেসিভ ব্রেন-কম্পিউটার ইন্টারফেস এবং বুদ্ধিমান রোবট প্রযুক্তির সর্বজনীন প্ল্যাটফর্ম।

প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, চাঁদের মাটি থেকে ইট তৈরির এই উদ্ভাবন শুধু মহাকাশ অনুসন্ধান নয়, ভবিষ্যতের মহাজাগতিক বসতি গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওআ/আপ্র/২২/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চাঁদের মাটি দিয়ে ইট তৈরির যন্ত্র বানালো চীন

আপডেট সময় : ০৭:৩৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

প্রযুক্তি ডেস্ক: চন্দ্রপৃষ্ঠে স্থায়ী ঘাঁটি গড়ে তোলার লক্ষ্যে নতুন এক প্রযুক্তি উন্মোচন করেছে চীন। দেশটির বিজ্ঞানীরা এমন এক বিশেষ যন্ত্র তৈরি করেছেন, যা চাঁদের মাটি গলিয়ে ইটে রূপান্তর করতে সক্ষম। চীনের আনহুই প্রদেশের হফেই শহরে চলমান ওয়ার্ল্ড ম্যানুফ্যাকচারিং কনভেনশন ২০২৫-এ প্রযুক্তিটি প্রদর্শন করা হয়।

ডিপ স্পেস এক্সপ্লোরেশন ল্যাবরেটরির গবেষকরা জানিয়েছেন, যন্ত্রটিতে প্যারাবলিক রিফ্লেক্টর ও ফাইবার-অপটিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে সূর্যের আলোকে ১,৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করা সম্ভব, যা চাঁদের ঝুরঝুরে মাটি গলিয়ে ইট বানাতে কাজে লাগবে। ভবিষ্যতে এসব ইট দিয়ে চাঁদে সড়ক, ভবন ও গবেষণা স্টেশনের মতো অবকাঠামো নির্মাণ করা যাবে।

চন্দ্রপৃষ্ঠের বিভিন্ন ধরনের মাটির সঙ্গে যন্ত্রটির কার্যকারিতা যাচাই করতে বিজ্ঞানীরা কৃত্রিমভাবে তৈরি সিমুলেটেড লুনার সয়েল ব্যবহার করেছেন এবং তাতে সফলতা পেয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এটি চাঁদে দীর্ঘমেয়াদি মানব উপস্থিতি নিশ্চিত করার পথে একটি বড় অগ্রগতি।

চীন ইতোমধ্যেই আন্তর্জাতিক চন্দ্র গবেষণা স্টেশন নির্মাণ পরিকল্পনা হাতে নিয়েছে। ২০৩৫ সালের মধ্যে দক্ষিণ মেরু অঞ্চলে প্রথম ধাপের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে, আর পূর্ণাঙ্গ প্রকল্প বাস্তবায়ন হবে ২০৪০-এর দশকে।

এছাড়াও কনভেনশনে প্রদর্শিত হয়েছে পুনঃব্যবহারযোগ্য রকেট হিট শিল্ড, উন্নত চিপ তৈরির লিথোগ্রাফি প্ল্যাটফর্ম, নন-ইনভেসিভ ব্রেন-কম্পিউটার ইন্টারফেস এবং বুদ্ধিমান রোবট প্রযুক্তির সর্বজনীন প্ল্যাটফর্ম।

প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, চাঁদের মাটি থেকে ইট তৈরির এই উদ্ভাবন শুধু মহাকাশ অনুসন্ধান নয়, ভবিষ্যতের মহাজাগতিক বসতি গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওআ/আপ্র/২২/০৯/২০২৫