কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলায় চাঁদাবাজি এবং ঘুষ বাণিজ্য বন্ধে হুঁশিয়ারি দিয়েছেন থানার ওসি (তদন্ত)। সম্প্রতি ফেসবুকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্থলপথ ও নদীপথের চাঁদাবাজি এবং ঘুষ বাণিজ্য নিয়ে লেখালেখি করেন। বিষয়টি সম্পর্কে থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, “ইদানীং বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে মেঘনা নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন এবং নৌকা দিয়ে বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করছে একটি চক্র। বিভিন্ন ব্যক্তি এসব কাজে জড়িত হচ্ছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। তবে মেঘনা থানায় কর্মরত কোনো পুলিশ কর্মকর্তা এসবে জড়িত নেই। যদি কোনো অফিসার জড়িত থাকে বা এইরূপ তথ্য পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”