ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

চাঁদরাতে বেইলি রোডের অগ্নি নিয়ে নাটক

  • আপডেট সময় : ১১:২৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ঈদের আগের দিন কিংবা চাঁদরাতের নাটক মানে রেজানুর রহমানের বিশেষ নির্মাণ! গত ক’বছর ধরে চাঁদের খবর নিশ্চিত হলেই চ্যানেল আইতে প্রচার হয়ে আসছে বিশেষ নাটক। সেই ধারাবাহিকতায় এবার প্রচার হবে ‘একটি খোলা চিঠি’। যে নাটকে উঠে আসবে বেইলি রোডের অগ্নিকা- নিয়ে বিষণ্ণ এক গল্প। যেখানে নির্মাতা তুলে ধরবেন একজন স্কুল শিক্ষক ও তার সাংবাদিক মেয়ের গল্প। রেজানুর রহমান জানান, এটির সঙ্গে বেইলি রোডের সাম্প্রতিক অগ্নিকা-ের সরাসরি কোনও সংযোগ নেই। তবে এই ঘটনার মধ্যদিয়েই গল্পটি তার মাথায় এসেছে। গল্পের প্রতিটি চরিত্রই কাল্পনিক। নাটকটিতে দেখা যাবে, ছোট্ট একটি মধ্যবিত্ত পরিবার। যার প্রধান ব্যক্তি একজন স্কুল শিক্ষক আলাল উদ্দিন। নীতিবান মানুষ। তার বড় মেয়ে গুলনাহার একটি বেসরকারি টিভি চ্যানেলের স্থানীয় প্রতিনিধি। ঢাকায় বেইলি রোডে অগ্নিকা-ের ঘটনায় অনেক মানুষের অসহায় মৃত্যু হয়। যা দেখে মানসিকভাবে অস্থির হয়ে উঠেন শিক্ষক। তার মতে এটি অগ্নিকা- নয়, পরিকল্পিত হত্যাকা-।
শিক্ষক সিদ্ধান্ত নেন, মামলা করার। গল্পটি মোড় নেয় আরও জটিলতায়। মামলার ফলাফল দেখা যাবে বিশেষ এই বিষণ্ন নাটকের মাধ্যমে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, আশনা হাবীব ভাবনা, জয়ন্ত চট্টোপাধ্যায়, রওনক বিশাখা শ্যামলী, ফারুক হোসেন, মিন্টু সরদার, সুকর্ন হাসান, মনি কাঞ্চনসহ বিভিন্ন নাট্য সংগঠনের শতাধিক নাট্যকর্মী। নাটকটি প্রচার হবে ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে, চ্যানেল আইতে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চাঁদরাতে বেইলি রোডের অগ্নি নিয়ে নাটক

আপডেট সময় : ১১:২৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক: ঈদের আগের দিন কিংবা চাঁদরাতের নাটক মানে রেজানুর রহমানের বিশেষ নির্মাণ! গত ক’বছর ধরে চাঁদের খবর নিশ্চিত হলেই চ্যানেল আইতে প্রচার হয়ে আসছে বিশেষ নাটক। সেই ধারাবাহিকতায় এবার প্রচার হবে ‘একটি খোলা চিঠি’। যে নাটকে উঠে আসবে বেইলি রোডের অগ্নিকা- নিয়ে বিষণ্ণ এক গল্প। যেখানে নির্মাতা তুলে ধরবেন একজন স্কুল শিক্ষক ও তার সাংবাদিক মেয়ের গল্প। রেজানুর রহমান জানান, এটির সঙ্গে বেইলি রোডের সাম্প্রতিক অগ্নিকা-ের সরাসরি কোনও সংযোগ নেই। তবে এই ঘটনার মধ্যদিয়েই গল্পটি তার মাথায় এসেছে। গল্পের প্রতিটি চরিত্রই কাল্পনিক। নাটকটিতে দেখা যাবে, ছোট্ট একটি মধ্যবিত্ত পরিবার। যার প্রধান ব্যক্তি একজন স্কুল শিক্ষক আলাল উদ্দিন। নীতিবান মানুষ। তার বড় মেয়ে গুলনাহার একটি বেসরকারি টিভি চ্যানেলের স্থানীয় প্রতিনিধি। ঢাকায় বেইলি রোডে অগ্নিকা-ের ঘটনায় অনেক মানুষের অসহায় মৃত্যু হয়। যা দেখে মানসিকভাবে অস্থির হয়ে উঠেন শিক্ষক। তার মতে এটি অগ্নিকা- নয়, পরিকল্পিত হত্যাকা-।
শিক্ষক সিদ্ধান্ত নেন, মামলা করার। গল্পটি মোড় নেয় আরও জটিলতায়। মামলার ফলাফল দেখা যাবে বিশেষ এই বিষণ্ন নাটকের মাধ্যমে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, আশনা হাবীব ভাবনা, জয়ন্ত চট্টোপাধ্যায়, রওনক বিশাখা শ্যামলী, ফারুক হোসেন, মিন্টু সরদার, সুকর্ন হাসান, মনি কাঞ্চনসহ বিভিন্ন নাট্য সংগঠনের শতাধিক নাট্যকর্মী। নাটকটি প্রচার হবে ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে, চ্যানেল আইতে।