ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

চলে গেলেন সাবেক ইংলিশ ক্রিকেটার হেনড্রিক

  • আপডেট সময় : ১০:৫৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • ১২০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : অবশেষে ক্যান্সারের কাছ হার মানলেন সাবেক ইংলিশ পেসার মাইক হেনড্রিক। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর গতকাল মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। ১৯৭৪ সালে ইংল্যান্ড জাতীয় দলে অভিষেক হয় মাইক হেনড্রিকের। সেই থেকে ১৯৮১ সাল পর্যন্ত খেলে যান তিনি। ইংল্যান্ডের হয়ে ৩০ টেস্ট ম্যাচে মাঠে নামার পাশাপাশি খেলেছেন ২২ ওয়ানডে ম্যাচে। বল হাতে টেস্টে তার উইকেট ৮৭টি এবং ওয়ানডেতে ৩৫টি। এছাড়া কাউন্টি ক্যারিয়ারে ডার্বিশায়ারের হয়ে মাঠে প্রতিনিধিত্ব করেছেন তিনি। শেষ দিকে খেলেছেন নটিংহ্যামশায়ারের হয়েও। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার উইকেট ৭৭০টি। খেলা থেকে অবসর গ্রহণ করলেও ক্রিকেটকে ছাড়েননি হেনড্রিক। ক্রিকেট থেকে অবসরের পর নটিংহ্যামশায়ার ক্লাবের ম্যানেজার নিযুক্ত হন। এছাড়া ১৯৯৫ সালে দায়িত্ব নেন আয়ারল্যান্ডের প্রথম পেশাদার কোচ হিসেবেও। পরে আবার ডার্বিশায়ারের বোলিং কোচের দায়িত্বও পালন করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চলে গেলেন সাবেক ইংলিশ ক্রিকেটার হেনড্রিক

আপডেট সময় : ১০:৫৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১

ক্রীড়া ডেস্ক : অবশেষে ক্যান্সারের কাছ হার মানলেন সাবেক ইংলিশ পেসার মাইক হেনড্রিক। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর গতকাল মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। ১৯৭৪ সালে ইংল্যান্ড জাতীয় দলে অভিষেক হয় মাইক হেনড্রিকের। সেই থেকে ১৯৮১ সাল পর্যন্ত খেলে যান তিনি। ইংল্যান্ডের হয়ে ৩০ টেস্ট ম্যাচে মাঠে নামার পাশাপাশি খেলেছেন ২২ ওয়ানডে ম্যাচে। বল হাতে টেস্টে তার উইকেট ৮৭টি এবং ওয়ানডেতে ৩৫টি। এছাড়া কাউন্টি ক্যারিয়ারে ডার্বিশায়ারের হয়ে মাঠে প্রতিনিধিত্ব করেছেন তিনি। শেষ দিকে খেলেছেন নটিংহ্যামশায়ারের হয়েও। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার উইকেট ৭৭০টি। খেলা থেকে অবসর গ্রহণ করলেও ক্রিকেটকে ছাড়েননি হেনড্রিক। ক্রিকেট থেকে অবসরের পর নটিংহ্যামশায়ার ক্লাবের ম্যানেজার নিযুক্ত হন। এছাড়া ১৯৯৫ সালে দায়িত্ব নেন আয়ারল্যান্ডের প্রথম পেশাদার কোচ হিসেবেও। পরে আবার ডার্বিশায়ারের বোলিং কোচের দায়িত্বও পালন করেন।