ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

চলে গেলেন দিল্লির ফ্যাশন ডিজাইনার ‘গুড্ডা’

  • আপডেট সময় : ০৫:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বাল মারা গেছেন, যিনি ভারতে পরিচিত ছিলেন ‘গুড্ডা’ নামে। এনডিটিভি লিখেছে, দিল্লির অশোক হাসপাতালে শুক্রবার (১ অক্টোবর) তার মৃত্যু হয়, রোহিতের বয়স হয়েছিল ৬৩ বছর। বছরখানেক ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন এই ফ্যাশন ডিজাইনার। সপ্তাহ খানেক আগে অশোক হাসপাতালের আইসিইউতেও ছিলেন তিনি। মাঝে কিছুটা সুস্থ হলে রোহিতকে গত বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পরে অবশ্য আবার রোহিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফ্যাশন ডিজাইন কাউন্সিল রোহিতের মৃত্যুতে শোক জানিয়ে ইনস্টাগ্রামে একটি বিবৃতিতে লিখেছে, “শান্তিতে থেকো গুড্ডা। তুমি একজন লেজেন্ড ছিলে।“ ভারতের ফ্যাশন ডিজাইন কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যকে নিয়ে ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, “আমরা অত্যন্ত শোকাহত। রোহিত তার অভিনব ভাবনা চিন্তাকে সবসময় ঐতিহ্যের সঙ্গে দারুণ ভাবেমিশিয়ে দিয়েছেন। ভারতীয় ফ্যাশনকে তিনি অনন্য মাত্রা দিয়েছিলেন।”
কাশ্মীরের শ্রীনগরে জন্ম নেওয়া রোহিত ক্যারিয়ার শুরু করেন ১৯৮৬ সালে। এর পরে কয়েক দশকে ভারতীয় ফ্যাশন শিল্পে অন্যতম নাম হয়ে ওঠেন রোহিত। কেবল পোশাক নয়, তিনি গয়নাও ডিজাইন করতেন। দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে পড়াশোনা করা রোহিত দিল্লির জাতীয় ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে একটি কোর্স করেছিলেন। ২০০৬ সালে ‘ইন্ডিয়া ফ্যাশন অ্যাওয়ার্ডস’ এবং ২০১২ সালে ‘ল্যাকমে ফ্যাশন উইকে’ও পুরস্কৃত হন রোহিত। ভারতের ফ্যাশনপ্রেমীদের কাছে তাকে অনুপ্রেরণা বলা হয়। তার ডিজাইন করা পদ্ম আর ময়ূরের মোটিফ ছিল বিখ্যাত।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চলে গেলেন দিল্লির ফ্যাশন ডিজাইনার ‘গুড্ডা’

আপডেট সময় : ০৫:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বাল মারা গেছেন, যিনি ভারতে পরিচিত ছিলেন ‘গুড্ডা’ নামে। এনডিটিভি লিখেছে, দিল্লির অশোক হাসপাতালে শুক্রবার (১ অক্টোবর) তার মৃত্যু হয়, রোহিতের বয়স হয়েছিল ৬৩ বছর। বছরখানেক ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন এই ফ্যাশন ডিজাইনার। সপ্তাহ খানেক আগে অশোক হাসপাতালের আইসিইউতেও ছিলেন তিনি। মাঝে কিছুটা সুস্থ হলে রোহিতকে গত বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পরে অবশ্য আবার রোহিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফ্যাশন ডিজাইন কাউন্সিল রোহিতের মৃত্যুতে শোক জানিয়ে ইনস্টাগ্রামে একটি বিবৃতিতে লিখেছে, “শান্তিতে থেকো গুড্ডা। তুমি একজন লেজেন্ড ছিলে।“ ভারতের ফ্যাশন ডিজাইন কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যকে নিয়ে ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, “আমরা অত্যন্ত শোকাহত। রোহিত তার অভিনব ভাবনা চিন্তাকে সবসময় ঐতিহ্যের সঙ্গে দারুণ ভাবেমিশিয়ে দিয়েছেন। ভারতীয় ফ্যাশনকে তিনি অনন্য মাত্রা দিয়েছিলেন।”
কাশ্মীরের শ্রীনগরে জন্ম নেওয়া রোহিত ক্যারিয়ার শুরু করেন ১৯৮৬ সালে। এর পরে কয়েক দশকে ভারতীয় ফ্যাশন শিল্পে অন্যতম নাম হয়ে ওঠেন রোহিত। কেবল পোশাক নয়, তিনি গয়নাও ডিজাইন করতেন। দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে পড়াশোনা করা রোহিত দিল্লির জাতীয় ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে একটি কোর্স করেছিলেন। ২০০৬ সালে ‘ইন্ডিয়া ফ্যাশন অ্যাওয়ার্ডস’ এবং ২০১২ সালে ‘ল্যাকমে ফ্যাশন উইকে’ও পুরস্কৃত হন রোহিত। ভারতের ফ্যাশনপ্রেমীদের কাছে তাকে অনুপ্রেরণা বলা হয়। তার ডিজাইন করা পদ্ম আর ময়ূরের মোটিফ ছিল বিখ্যাত।