বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী কারিশমা শর্মা। হঠাৎ করেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন এই অভিনেত্রী। এ কারণেই তাকে গুরুতর আহত হয়ে যেতে হয়েছে হাসপাতালে। এই ঘটনা অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন।
তবে কেনই বা হঠাৎ চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন, সে সম্পর্কে কারিশমা লেখেন, ‘‘গতকাল, চার্চগেটের উদ্দেশে শুটের জন্য রওনা দিয়েছিলাম। শাড়ি পরে ট্রেনে করে যাওয়ার সিদ্ধান্ত নিই। ট্রেনে উঠেও পড়েছিলাম। তার পরেই খেয়াল করি যে আমার বন্ধুরা উঠতে পারেনি। এ দিকে ততক্ষণে ট্রেনের গতি বেড়ে গেছে। ভয় পেয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিই। দুর্ভাগ্যবশত চিত হয়ে পড়ি, মাথায় প্রচণ্ড জোরে আঘাত পাই।’
এই ঘটনায় অভিনেত্রীর শরীর ক্ষতে ভরে গেছে। পিঠে চোট পেয়েছেন, মাথা ফুলে গেছে বলে জানান তিনি। কারিশমা আরও বলেন, ‘‘চিকিৎসকের পরামর্শে এমআরআই করিয়েছি। একটা দিন নজরদারিতে রাখা হয়েছিল আমাকে, মাথার চোট কতটা গুরুতর পরীক্ষা করার জন্য।’’
অনুরাগীদের কাছে দ্রুত আরোগ্য কামনার অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘‘গতকাল থেকে আমি খুব যন্ত্রণায় আছি। কিন্তু, শক্ত থাকার চেষ্টা করছি। আমার জন্য প্রার্থনা করবেন, ভালোবাসা পাঠাবেন।’’
ওআ/আপ্র/১২/১০/২০২৫