ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত অভিনেত্রী কারিশমা

  • আপডেট সময় : ০৬:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী কারিশমা শর্মা। হঠাৎ করেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন এই অভিনেত্রী। এ কারণেই তাকে গুরুতর আহত হয়ে যেতে হয়েছে হাসপাতালে। এই ঘটনা অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন।

তবে কেনই বা হঠাৎ চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন, সে সম্পর্কে কারিশমা লেখেন, ‘‘গতকাল, চার্চগেটের উদ্দেশে শুটের জন্য রওনা দিয়েছিলাম। শাড়ি পরে ট্রেনে করে যাওয়ার সিদ্ধান্ত নিই। ট্রেনে উঠেও পড়েছিলাম। তার পরেই খেয়াল করি যে আমার বন্ধুরা উঠতে পারেনি। এ দিকে ততক্ষণে ট্রেনের গতি বেড়ে গেছে। ভয় পেয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিই। দুর্ভাগ্যবশত চিত হয়ে পড়ি, মাথায় প্রচণ্ড জোরে আঘাত পাই।’

এই ঘটনায় অভিনেত্রীর শরীর ক্ষতে ভরে গেছে। পিঠে চোট পেয়েছেন, মাথা ফুলে গেছে বলে জানান তিনি। কারিশমা আরও বলেন, ‘‘চিকিৎসকের পরামর্শে এমআরআই করিয়েছি। একটা দিন নজরদারিতে রাখা হয়েছিল আমাকে, মাথার চোট কতটা গুরুতর পরীক্ষা করার জন্য।’’

অনুরাগীদের কাছে দ্রুত আরোগ্য কামনার অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘‘গতকাল থেকে আমি খুব যন্ত্রণায় আছি। কিন্তু, শক্ত থাকার চেষ্টা করছি। আমার জন্য প্রার্থনা করবেন, ভালোবাসা পাঠাবেন।’’

ওআ/আপ্র/১২/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত অভিনেত্রী কারিশমা

আপডেট সময় : ০৬:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী কারিশমা শর্মা। হঠাৎ করেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন এই অভিনেত্রী। এ কারণেই তাকে গুরুতর আহত হয়ে যেতে হয়েছে হাসপাতালে। এই ঘটনা অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন।

তবে কেনই বা হঠাৎ চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন, সে সম্পর্কে কারিশমা লেখেন, ‘‘গতকাল, চার্চগেটের উদ্দেশে শুটের জন্য রওনা দিয়েছিলাম। শাড়ি পরে ট্রেনে করে যাওয়ার সিদ্ধান্ত নিই। ট্রেনে উঠেও পড়েছিলাম। তার পরেই খেয়াল করি যে আমার বন্ধুরা উঠতে পারেনি। এ দিকে ততক্ষণে ট্রেনের গতি বেড়ে গেছে। ভয় পেয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিই। দুর্ভাগ্যবশত চিত হয়ে পড়ি, মাথায় প্রচণ্ড জোরে আঘাত পাই।’

এই ঘটনায় অভিনেত্রীর শরীর ক্ষতে ভরে গেছে। পিঠে চোট পেয়েছেন, মাথা ফুলে গেছে বলে জানান তিনি। কারিশমা আরও বলেন, ‘‘চিকিৎসকের পরামর্শে এমআরআই করিয়েছি। একটা দিন নজরদারিতে রাখা হয়েছিল আমাকে, মাথার চোট কতটা গুরুতর পরীক্ষা করার জন্য।’’

অনুরাগীদের কাছে দ্রুত আরোগ্য কামনার অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘‘গতকাল থেকে আমি খুব যন্ত্রণায় আছি। কিন্তু, শক্ত থাকার চেষ্টা করছি। আমার জন্য প্রার্থনা করবেন, ভালোবাসা পাঠাবেন।’’

ওআ/আপ্র/১২/১০/২০২৫