প্রত্যাশা ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে দিল্লী-লন্ডনে বাস সার্ভিস শুরুর কথা জানিয়েছে ভারতের হরিয়ানার একটি সংস্থা। ১৯৫৭ সালে প্রথমবারের মতো ব্রিটেনের একটি সংস্থা কলকাতা থেকে দিল্লী হয়ে লন্ডন পর্যন্ত বাস সেবা চালু করেছিল। কিন্তু কয়েক বছর পর একটি বাস দুর্ঘটনার ঘটনা ঘটে। তারপর থেকে ওই বাস সার্ভিস বন্ধ হয়ে যায়। পরে অন্য আরেকটি বিদেশী সংস্থা অস্ট্রেলিয়ার সিডনি থেকে ভারত হয়ে লন্ডন পর্যন্ত দোতলা বাস সার্ভিস চালু করে। ১৯৭৬ সাল পর্যন্ত ওই বাস সার্ভিসও চলেছিল। কিন্তু ইরানের রাজনৈতিক গোলযোগ এবং ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের অবনতির ঘটনায় ওই বাস সার্ভিস বন্ধ করে দিতে বাধ্য হয় সংস্থাটি। নতুনভাবে দিল্লী থেকে লন্ডনে বাস সার্ভিস চালু করবে হরিয়ানার একটি সংস্থা। তবে, আগে যে রাস্তা দিয়ে যাওয়া হতো, বর্তমানে নতুন রাস্তা দিয়ে লন্ডন যাওয়ার পরিকল্পনা করছে সংস্থাটি। সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন