ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

চলতি বছরেই সব ডিএসসিসি’র ওয়ার্ডে এসটিএস স্থাপন করা হবে : মেয়র তাপস

  • আপডেট সময় : ১২:৩৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বৃহস্পতিবার সায়েদাবাদ রেলক্রসিং সংলগ্ন মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের নিচে নবনির্মিত একটি এসটিএস’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিএসসিসি মেয়র বলেন, নগরের রাস্তাঘাটে যত্রতত্র ময়লা-আবর্জনা দেখতে চাই না। গত বছর আমি মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজিয়েছি। প্রতিটি ওয়ার্ডে একটি করে এসটিএস নির্মাণের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে অনেকগুলো এসটিএস উদ্বোধন করা হয়েছে। চলতি বছরের মধ্যেই বাকিগুলোর কাজ শেষ করবো। তিনি বলেন, এসটিএস করতে পর্যাপ্ত জায়গার দরকার হয়। কিন্তু সিটি করেপারেশনের ওই পরিমাণ জায়গা নেই। তাই খাস জমির জন্য ঢাকা জেলা প্রশাসনকে জানানো হয়েছে। এ ছাড়া সরকারের অন্যান্য সংস্থাকেও জায়গা দিতে বলা হয়েছে। মেয়র বলেন, বাসা বাড়ির বর্জ্য সংগ্রহ করে প্রথমে এই এসটিএসে আছে রাখা হয়। পরে তা মাতুয়াইল ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হয়। এতে করে রাস্তায় বর্জ্য ছড়িয়ে থাকার সুযোগ নেই। অনুষ্ঠানে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ডিএসসিসির ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ মিন্টু প্রমুখ বক্তব্য দেন

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চলতি বছরেই সব ডিএসসিসি’র ওয়ার্ডে এসটিএস স্থাপন করা হবে : মেয়র তাপস

আপডেট সময় : ১২:৩৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বৃহস্পতিবার সায়েদাবাদ রেলক্রসিং সংলগ্ন মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের নিচে নবনির্মিত একটি এসটিএস’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিএসসিসি মেয়র বলেন, নগরের রাস্তাঘাটে যত্রতত্র ময়লা-আবর্জনা দেখতে চাই না। গত বছর আমি মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজিয়েছি। প্রতিটি ওয়ার্ডে একটি করে এসটিএস নির্মাণের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে অনেকগুলো এসটিএস উদ্বোধন করা হয়েছে। চলতি বছরের মধ্যেই বাকিগুলোর কাজ শেষ করবো। তিনি বলেন, এসটিএস করতে পর্যাপ্ত জায়গার দরকার হয়। কিন্তু সিটি করেপারেশনের ওই পরিমাণ জায়গা নেই। তাই খাস জমির জন্য ঢাকা জেলা প্রশাসনকে জানানো হয়েছে। এ ছাড়া সরকারের অন্যান্য সংস্থাকেও জায়গা দিতে বলা হয়েছে। মেয়র বলেন, বাসা বাড়ির বর্জ্য সংগ্রহ করে প্রথমে এই এসটিএসে আছে রাখা হয়। পরে তা মাতুয়াইল ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হয়। এতে করে রাস্তায় বর্জ্য ছড়িয়ে থাকার সুযোগ নেই। অনুষ্ঠানে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ডিএসসিসির ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ মিন্টু প্রমুখ বক্তব্য দেন