ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
বিজয়া দশমী

চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি

  • আপডেট সময় : ০২:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিটি মণ্ডপে প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে খামারবাড়ির কেআইবিতে সনাতন সমাজ কল্যাণ সংঘের আয়োজিত শারদীয় দুর্গোৎসবের মণ্ডপেও এ চিত্র দেখা যায়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বিজয়া দশমী উপলক্ষ্যে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন আয়োজনে ব্যস্ত সময় পার করছেন। গানের তালে তালে আনন্দ-উৎসব করতেও দেখা যায়। সকালে সমাপনী পূজা, তারপর মন্দিরে প্রণাম এবং সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তোলেন তারা।

এদিকে বিজয়া দশমীর দিনে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এর জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা জোরদার করেছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা যায়। তাছাড়া প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার জন্য ট্রাকের ব্যবস্থাও করা হয়েছে।

সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি মনোতোষ কুমার রায় সংবাদমাধ্যমকেবলেন, কিছুক্ষণের মধ্যে প্রতিমা ঢাকেশ্বরী মন্দিরের দিকে নেওয়া হবে। সেখান থেকে বুড়িগঙ্গায় বিসর্জন দেওয়া হবে। বিসর্জনের জন্য আমাদের সব প্রস্তুতি নেওয়া আছে। শোভাযাত্রার জন্য ট্রাকসহ সব ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যান দোলায় চড়ে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি- কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠাই এ আয়োজনের উদ্দেশ্য।

এসি/আপ্র/০২/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজয়া দশমী

চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি

আপডেট সময় : ০২:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিটি মণ্ডপে প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে খামারবাড়ির কেআইবিতে সনাতন সমাজ কল্যাণ সংঘের আয়োজিত শারদীয় দুর্গোৎসবের মণ্ডপেও এ চিত্র দেখা যায়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বিজয়া দশমী উপলক্ষ্যে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন আয়োজনে ব্যস্ত সময় পার করছেন। গানের তালে তালে আনন্দ-উৎসব করতেও দেখা যায়। সকালে সমাপনী পূজা, তারপর মন্দিরে প্রণাম এবং সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তোলেন তারা।

এদিকে বিজয়া দশমীর দিনে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এর জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা জোরদার করেছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা যায়। তাছাড়া প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার জন্য ট্রাকের ব্যবস্থাও করা হয়েছে।

সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি মনোতোষ কুমার রায় সংবাদমাধ্যমকেবলেন, কিছুক্ষণের মধ্যে প্রতিমা ঢাকেশ্বরী মন্দিরের দিকে নেওয়া হবে। সেখান থেকে বুড়িগঙ্গায় বিসর্জন দেওয়া হবে। বিসর্জনের জন্য আমাদের সব প্রস্তুতি নেওয়া আছে। শোভাযাত্রার জন্য ট্রাকসহ সব ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যান দোলায় চড়ে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি- কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠাই এ আয়োজনের উদ্দেশ্য।

এসি/আপ্র/০২/১০/২০২৫