বিনোদন ডেস্ক : সামান্থা আক্কিনেনি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তুমুল জনপ্রিয় নায়িকা তিনি। অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন। এবার ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন তিনি। কিন্তু ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজটি নিয়ে তুমুল বিতর্কে জড়ালেন সামান্থা। ওয়েব সিরিজটির ট্রেইলার প্রকাশের পর পরই নায়িকাকে নিয়ে বিতর্ক ছড়িয়েছে। ছবিতে সামান্থার চরিত্র নিয়েই মূলত এই বিতর্ক। গল্পে একজন তামিল বিদ্রোহীর চরিত্রে দেখা গেছে তাকে। যার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর যোগাযোগ আছে। এখানেই শেষ নয়, সামান্থার পোশাকের সঙ্গে লিবারেশন টাইগার্স অব তামিল ইলম-এর ইউনিফর্মের মিল খুঁজে পেয়েছেন কেউ কেউ। আর এই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছে তামিলনাড়ু সরকার। এটির মুক্তি বন্ধ করতে ইতো মধ্যে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে চিঠিও পাঠানো হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি নিষিদ্ধে দাবি জানানো হয়েছে। চিঠিতে তামিলনাড়ু সরকার দাবি করেছে, ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজে লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের যোদ্ধাদের অপমান করা হয়েছে। ২০১৯ সালে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের প্রথম সিজন মুক্তি পায়। এটি পরিচালনা করে রাজ নিদিমারু ও কৃষ্ণা ডি কে। প্রথমটি তুমুল দর্শকপ্রিয় হওয়ায় এর দ্বিতীয় সিজন নিয়ে হাজির হচ্ছেন নির্মাতারা। আসছে ৪ জুন থেকে অ্যামাজন প্রাইমে এটি প্রচারের কথা রয়েছে।