ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

চরম বিশৃঙ্খলায় হলো না বিমানবন্দরের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : ১০:৫৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন জাতীয় দলের ফুটবলাররা। দেশের মাটিতে পা রেখেই ফাইনাল ম্যাচে জোড়া গোল করা কৃষ্ণা রানী সরকার নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলার বাতাস গায়ে লেগেছে অনেকদিন পর।’ মিডফিল্ডার মারিয়া মান্ডা লিখেছেন, ‘হ্যালো বাংলাদেশ! প্রিয় জন্মভূমিতে।’ বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ মন্ত্রণালয় ও বাফুফের কর্মকর্তারা ফুল দিয়ে ফুটবলারদের বরণ করেছেন। কিন্তু বিমানবন্দর থেকে বের হতেই তাদের পড়তে হয়েছে চরম বিশৃঙ্খলার মধ্যে। বিমানবন্দরে খবর সংগ্রহ করতে যাওয়া সংবাদমাধ্যমের ভিডিও ক্যামেরা, স্টিল ক্যামেরা ও ইউটিউবারদের মোবাইল ফোনের মাত্রাতিরিক্ত উপস্থিতির কারণে এক হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়। যে কারণে বিমানবন্দরে নির্ধারিত সংবাদ সম্মেলন করা সম্ভব হয়নি। ফুটবলারদের নিরাপত্তার জন্য সকাল থেকেই মোতায়েন করা হয়েছিল বাড়তি পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন। কিন্তু তাদের পক্ষেও এতো মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এমনকি খেলোয়াড়রা বের হওয়ার সময়েও দমবন্ধ পরিবেশের সৃষ্টি হয়। রীতিমতো ধাক্কাধাক্কি করেই বের হতে হয় তাদের। সংবাদ সম্মেলন বাতিল হলেও ছাদখোলা বাসে শিরোপাজয়ীদের চ্যাম্পিয়ন প্যারেড হয়েছে ঠিকই।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চরম বিশৃঙ্খলায় হলো না বিমানবন্দরের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:৫৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া প্রতিবেদক : ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন জাতীয় দলের ফুটবলাররা। দেশের মাটিতে পা রেখেই ফাইনাল ম্যাচে জোড়া গোল করা কৃষ্ণা রানী সরকার নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলার বাতাস গায়ে লেগেছে অনেকদিন পর।’ মিডফিল্ডার মারিয়া মান্ডা লিখেছেন, ‘হ্যালো বাংলাদেশ! প্রিয় জন্মভূমিতে।’ বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ মন্ত্রণালয় ও বাফুফের কর্মকর্তারা ফুল দিয়ে ফুটবলারদের বরণ করেছেন। কিন্তু বিমানবন্দর থেকে বের হতেই তাদের পড়তে হয়েছে চরম বিশৃঙ্খলার মধ্যে। বিমানবন্দরে খবর সংগ্রহ করতে যাওয়া সংবাদমাধ্যমের ভিডিও ক্যামেরা, স্টিল ক্যামেরা ও ইউটিউবারদের মোবাইল ফোনের মাত্রাতিরিক্ত উপস্থিতির কারণে এক হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়। যে কারণে বিমানবন্দরে নির্ধারিত সংবাদ সম্মেলন করা সম্ভব হয়নি। ফুটবলারদের নিরাপত্তার জন্য সকাল থেকেই মোতায়েন করা হয়েছিল বাড়তি পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন। কিন্তু তাদের পক্ষেও এতো মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এমনকি খেলোয়াড়রা বের হওয়ার সময়েও দমবন্ধ পরিবেশের সৃষ্টি হয়। রীতিমতো ধাক্কাধাক্কি করেই বের হতে হয় তাদের। সংবাদ সম্মেলন বাতিল হলেও ছাদখোলা বাসে শিরোপাজয়ীদের চ্যাম্পিয়ন প্যারেড হয়েছে ঠিকই।