ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

চমক নিয়ে আসছে আল্লুর ‘পুষ্পা-২’ সিনেমা

  • আপডেট সময় : ১২:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে যাচ্ছে ‘পুষ্পা-২’। ২০২১ সালে মহামারির পরে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা বক্স অফিসে আলোড়ন তুলেছিল। ‘পুষ্পা’ সিনেমাটি প্রায় ৩৫০ কোটি রুপি ব্যবসা করে করেছিল। এরপর প্রায় তিন বছরের বিরতি। এবার আসছে এ সিনেমার দ্বিতীয় পর্ব। এ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আল্লু অর্জুন। এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আল্লু অর্জুন দ্রুত আন্তর্জাতিক তারকা হিসেবে পরিচিত লাভ করেন। এবার যেন আরও বড় করে আসতে যাচ্ছে এ সিনেমা। তামিল, তেলুগু, মালয়াম, কন্নড়, হিন্দি ছাড়া বাংলা ভাষায়ও মুক্তি পাবে ‘পুষ্পা-২’। এতে থাকছে বাংলা গানও। শোনা যাচ্ছে, এবার সেই গানে কণ্ঠ দিচ্ছেন ভারতের বাংলা গানের জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস। এটি যেন বাংলা ভাষাভাষীদের জন্য বিরাট এক চমক। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’কে তিমির বিশ্বাস জানান, পুরোটাই একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনই সব খোলসা করতে রাজি নন। তবে শোনা যাচ্ছে, এ সিনেমার বাংলা ভার্সনে কোনো একটি গান বাংলায় গাইবেন তিমির। গত বছর এপ্রিল মাসে আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা-২’সিনেমার প্রথম পোস্টার। পোস্টারে আল্লুর ‘লুক’ দেখে প্রায় হইচই পড়ে গিয়েছিল। আল্লুকে এর আগে এই রূপে কখনো দেখা যায়নি। লাল টকটকে কপাল, গাল দুটি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ। হাতে ধরা বন্দুক। বলা চলে কিছুটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন আল্লু। এর মাঝেই চলতি বছর ৮ এপ্রিল মুক্তি পায় সিনেমার টিজার। সেখানে একবারে নীল রঙের পট্টু শাড়িতে দেখা যায় আল্লুকে। জানা গেছে, আসছে ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে সুকুমার পরিচালিত এ সিনেমা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

রাজধানীতে রংপুরের ব্যবসায়ী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন

চমক নিয়ে আসছে আল্লুর ‘পুষ্পা-২’ সিনেমা

আপডেট সময় : ১২:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে যাচ্ছে ‘পুষ্পা-২’। ২০২১ সালে মহামারির পরে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা বক্স অফিসে আলোড়ন তুলেছিল। ‘পুষ্পা’ সিনেমাটি প্রায় ৩৫০ কোটি রুপি ব্যবসা করে করেছিল। এরপর প্রায় তিন বছরের বিরতি। এবার আসছে এ সিনেমার দ্বিতীয় পর্ব। এ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আল্লু অর্জুন। এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আল্লু অর্জুন দ্রুত আন্তর্জাতিক তারকা হিসেবে পরিচিত লাভ করেন। এবার যেন আরও বড় করে আসতে যাচ্ছে এ সিনেমা। তামিল, তেলুগু, মালয়াম, কন্নড়, হিন্দি ছাড়া বাংলা ভাষায়ও মুক্তি পাবে ‘পুষ্পা-২’। এতে থাকছে বাংলা গানও। শোনা যাচ্ছে, এবার সেই গানে কণ্ঠ দিচ্ছেন ভারতের বাংলা গানের জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস। এটি যেন বাংলা ভাষাভাষীদের জন্য বিরাট এক চমক। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’কে তিমির বিশ্বাস জানান, পুরোটাই একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনই সব খোলসা করতে রাজি নন। তবে শোনা যাচ্ছে, এ সিনেমার বাংলা ভার্সনে কোনো একটি গান বাংলায় গাইবেন তিমির। গত বছর এপ্রিল মাসে আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা-২’সিনেমার প্রথম পোস্টার। পোস্টারে আল্লুর ‘লুক’ দেখে প্রায় হইচই পড়ে গিয়েছিল। আল্লুকে এর আগে এই রূপে কখনো দেখা যায়নি। লাল টকটকে কপাল, গাল দুটি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ। হাতে ধরা বন্দুক। বলা চলে কিছুটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন আল্লু। এর মাঝেই চলতি বছর ৮ এপ্রিল মুক্তি পায় সিনেমার টিজার। সেখানে একবারে নীল রঙের পট্টু শাড়িতে দেখা যায় আল্লুকে। জানা গেছে, আসছে ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে সুকুমার পরিচালিত এ সিনেমা।