বিনোদন প্রতিবেদক : মধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। তাকে তো সারা বিশ্বের মানুষ চেনে। এবার ঢাকার শহরে নতুন এক সূত্র নিয়ে এলো অদ্ভুত বিজ্ঞানী ‘আইজ্যাক লিটন’। তিনি কি পাগল? নাকি নতুন কোনো ঘটনার সূত্রপাত করবে তার এই সূত্র? সেটাই দেখা যাবে ওয়েব সিরিজ ‘আইজ্যাক লিটন’-এ।
জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম বিঞ্জের এ সিরিজে নাম ভূমিকায় অর্থাৎ আইজ্যাক লিটনের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার বিপরীতে আছেন অর্চিতা। ঈদুল ফিতর উপলক্ষে এ ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন পরিচালক আশরাফুজ্জামান। যার প্রথম ঝলক হিসেবে গত রবিবার মুক্তি দেওয়া ট্রেইলার।
ট্রেইলারে আইজ্যাক লিটনকে বলতে শোনা যায়, ‘পৃথিবীতে এমন কিছু মেয়ে আছে, যাদের দেখে মনে হয়, ভালোবাসিটাসি না বলে সরাসরি বলে ফেলি, চলো বিয়ে করে ফেলি।’ এরকম ডায়লগসহ নানা চমক নিয়ে ট্রেইলারটি ইতোমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে।
এ বিষয়ে বিঞ্জ-এর জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান বলেন, ‘আইজ্যাক লিটন’ গতানুগতিক ধারার বাইরের গল্প। এই ওয়েব সিরিজটিতে দর্শক অনেক কিছুই দেখতে পাবেন। বিশেষ করে, শ্রোতের বিপরীতে গিয়ে কেউ নতুন কোনো উদ্যোগ নিলে কী কী প্রতিবন্ধকতার শিকার হন, সেটিও ভালোভাবে তুলে ধরা হয়েছে।’
ওয়েব সিরিজটিতে মোশাররফ করিম-স্পর্শিয়া ছাড়া আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, সমু চৌধুরী, নরেশ ভূঁইয়া, সাবেরী আলম, মাজনুন মিজান, ঝুনা চৌধুরী, হিমে হাফিজ, আনন্দ খালেদ, শফিক খান দিলু, সেকেন্দার প্রমুখ।
চমক দেখালেন ‘আইজ্যাক লিটন’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ