ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

চব্বিশে যুব বিশ্বকাপ সামনে রেখে বিসিবির মাস্টার প্ল্যান

  • আপডেট সময় : ১১:১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : ২০২০ সালে ভারতকে হারিয় প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফির স্বাদ পায় বাংলাদেশ। শুধু তাই নয়, দেশের ক্রিকেটে বৈশ্বিক কোনো আসরের সবচেয়ে বড় ট্রফি এটি। বিশে যুবাদের এমন সাফল্যে বাইশে প্রত্যাশা আরও বেড়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত ভরাডুবি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজে হওয়া ২০২২ সালের ভরাডুবি চব্বিশে যেন না হয়, সে জন্য আঁটঘাট বেঁধেই নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে দল বাছাই শেষে শুরু হয়েছে ক্যাম্প। নিয়ে আসা হয়েছে হাই প্রোফাইল কোচ। প্রধান কোচ হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল ও ব্যাটিং পরামর্শক হিসেবে বিসিবি ভরসা রেখেছে ভারতীয় ওয়াসিম জাফরের ওপর। রোববার (১৭ জুলাই) ল-জাফর দুজনেই সাংবাদিকদের মুখোমুখি হন। তাদের পরিচয় করিয়ে দেন বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাউসার।
এ সময় কাউসার চব্বিশে যুব বিশ্বকাপ নিয়ে বিসিবির পরিকল্পনা জানান। সময় আছে প্রায় দেড় বছরের মতো। এটিকে দুই ভাগে ভাগ করেছে বিসিবি। প্রথম এক বছরে এক পরিকল্পনা আর পরবর্তী ছয় মাসে অন্য পরিকল্পনা। তবে লক্ষ্য একটাই, বেশি ম্যাচ খেলা। প্রথম বছর প্রতিটা সিরিজের সঙ্গে চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ, আর পরবর্তী ছয় মাস শুধু ওয়ানডে। কাউসার বলেন, ‘আমাদের হাতে দেড় বছর সময় আছে। প্রথম এক বছর আমরা লাল বল ও সাদা বল দুটোতেই মনযোগ দেবো। হোম ও অ্যাওয়ে যে সিরিজগুলো আছে আমাদের প্রতিটিতেই একটি করে চারদিনের ম্যাচ আছে।’ ‘লঙ্গার ভার্সনের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি। তো আমাদের প্রথম এক বছর জুন (২০২৩) পর্যন্ত দুইটা ভাগ করেছি আমাদের পরিকল্পনাকে। প্রথম এক বছর আমরা ওয়ানডে ও লঙ্গার ভার্সন দুটোতেই মনোযোগ দেবো। জুন পর্যন্ত বলি, অন্তত তিনটা সিরিজ হবে। এটা খুব সম্ভবত পাকিস্তান, আফগানিস্তান ও বিভিন্ন জায়গায় পরিকল্পনা আছে। জুনের পরে ৬ মাস থাকবে আমাদের হাতে বিশ্বকাপের জন্য। তখন আমরা বেশি ফোকাস করবো ওয়ানডের জন্য। এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা।’-আরও যোগ করেন কাউসার। ৪০ ক্রিকেটারকে নিয়ে ল ও জাফর আজ থেকে মিরপুরে ক্যাম্প শুরু করেছেন। এই ৪০ জনের মধ্যে থেকেই মূল দল বাছাই হবে। তাদের সর্বোচ্চটা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন দুই কোচ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

চব্বিশে যুব বিশ্বকাপ সামনে রেখে বিসিবির মাস্টার প্ল্যান

আপডেট সময় : ১১:১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২

ক্রীড়া প্রতিবেদক : ২০২০ সালে ভারতকে হারিয় প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফির স্বাদ পায় বাংলাদেশ। শুধু তাই নয়, দেশের ক্রিকেটে বৈশ্বিক কোনো আসরের সবচেয়ে বড় ট্রফি এটি। বিশে যুবাদের এমন সাফল্যে বাইশে প্রত্যাশা আরও বেড়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত ভরাডুবি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজে হওয়া ২০২২ সালের ভরাডুবি চব্বিশে যেন না হয়, সে জন্য আঁটঘাট বেঁধেই নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে দল বাছাই শেষে শুরু হয়েছে ক্যাম্প। নিয়ে আসা হয়েছে হাই প্রোফাইল কোচ। প্রধান কোচ হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল ও ব্যাটিং পরামর্শক হিসেবে বিসিবি ভরসা রেখেছে ভারতীয় ওয়াসিম জাফরের ওপর। রোববার (১৭ জুলাই) ল-জাফর দুজনেই সাংবাদিকদের মুখোমুখি হন। তাদের পরিচয় করিয়ে দেন বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাউসার।
এ সময় কাউসার চব্বিশে যুব বিশ্বকাপ নিয়ে বিসিবির পরিকল্পনা জানান। সময় আছে প্রায় দেড় বছরের মতো। এটিকে দুই ভাগে ভাগ করেছে বিসিবি। প্রথম এক বছরে এক পরিকল্পনা আর পরবর্তী ছয় মাসে অন্য পরিকল্পনা। তবে লক্ষ্য একটাই, বেশি ম্যাচ খেলা। প্রথম বছর প্রতিটা সিরিজের সঙ্গে চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ, আর পরবর্তী ছয় মাস শুধু ওয়ানডে। কাউসার বলেন, ‘আমাদের হাতে দেড় বছর সময় আছে। প্রথম এক বছর আমরা লাল বল ও সাদা বল দুটোতেই মনযোগ দেবো। হোম ও অ্যাওয়ে যে সিরিজগুলো আছে আমাদের প্রতিটিতেই একটি করে চারদিনের ম্যাচ আছে।’ ‘লঙ্গার ভার্সনের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি। তো আমাদের প্রথম এক বছর জুন (২০২৩) পর্যন্ত দুইটা ভাগ করেছি আমাদের পরিকল্পনাকে। প্রথম এক বছর আমরা ওয়ানডে ও লঙ্গার ভার্সন দুটোতেই মনোযোগ দেবো। জুন পর্যন্ত বলি, অন্তত তিনটা সিরিজ হবে। এটা খুব সম্ভবত পাকিস্তান, আফগানিস্তান ও বিভিন্ন জায়গায় পরিকল্পনা আছে। জুনের পরে ৬ মাস থাকবে আমাদের হাতে বিশ্বকাপের জন্য। তখন আমরা বেশি ফোকাস করবো ওয়ানডের জন্য। এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা।’-আরও যোগ করেন কাউসার। ৪০ ক্রিকেটারকে নিয়ে ল ও জাফর আজ থেকে মিরপুরে ক্যাম্প শুরু করেছেন। এই ৪০ জনের মধ্যে থেকেই মূল দল বাছাই হবে। তাদের সর্বোচ্চটা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন দুই কোচ।