ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

চবি ক্যাম্পাসে বহিরাগত কিশোরদের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ

  • আপডেট সময় : ১০:০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে তিন কিশোরকে আটক করা হয়েছে। ড়শ গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের সামনে স্নাতকোত্তর শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে তারা। আটকদের বাড়ি বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা ফতেপুর গ্রামে। তারা ফতেপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন শ্রেণির ছাত্র। ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘আমি হাটছিলাম। তারা সিএনজিচালিত অটোরিকশা থেকে আমাকে উদ্দেশ করে চিৎকার করে। পরে সিএনজি থামিয়ে আমাকে উত্ত্যক্ত করে।’
প্রত্যক্ষদর্শী বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র আমানুল্লাহ বলেন, ‘ভুক্তভোগী আপু দক্ষিণ ক্যাম্পাসের দিক থেকে জিরো পয়েন্টে আসছিলেন। আর ছেলেগুলো একটি অটোরিকশায় ওদিকে যাচ্ছিল। অটোরিকশার যে চালক ছিল, সে আসলে গাড়ি চালানো শিখছিল। শিক্ষক ক্লাবের সামনে গাড়ি থেকে নেমে তারা আপুকে উত্ত্যক্ত করে।’
তিনি আরও বলেন, ‘আমি জিরো পয়েন্টে ছিলাম। চিৎকার শুনে মোটরসাইকেল নিয়ে তাদেরকে তাড়া করি। বাকি চার জন পালিয়ে গেলেও আমি দুই জনকে ধরতে সক্ষম হই।’
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় আরও তিন জন জড়িত ছিল। তাদের আটক করতে অভিযান চলছে। ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চবি ক্যাম্পাসে বহিরাগত কিশোরদের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ

আপডেট সময় : ১০:০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে তিন কিশোরকে আটক করা হয়েছে। ড়শ গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের সামনে স্নাতকোত্তর শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে তারা। আটকদের বাড়ি বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা ফতেপুর গ্রামে। তারা ফতেপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন শ্রেণির ছাত্র। ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘আমি হাটছিলাম। তারা সিএনজিচালিত অটোরিকশা থেকে আমাকে উদ্দেশ করে চিৎকার করে। পরে সিএনজি থামিয়ে আমাকে উত্ত্যক্ত করে।’
প্রত্যক্ষদর্শী বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র আমানুল্লাহ বলেন, ‘ভুক্তভোগী আপু দক্ষিণ ক্যাম্পাসের দিক থেকে জিরো পয়েন্টে আসছিলেন। আর ছেলেগুলো একটি অটোরিকশায় ওদিকে যাচ্ছিল। অটোরিকশার যে চালক ছিল, সে আসলে গাড়ি চালানো শিখছিল। শিক্ষক ক্লাবের সামনে গাড়ি থেকে নেমে তারা আপুকে উত্ত্যক্ত করে।’
তিনি আরও বলেন, ‘আমি জিরো পয়েন্টে ছিলাম। চিৎকার শুনে মোটরসাইকেল নিয়ে তাদেরকে তাড়া করি। বাকি চার জন পালিয়ে গেলেও আমি দুই জনকে ধরতে সক্ষম হই।’
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় আরও তিন জন জড়িত ছিল। তাদের আটক করতে অভিযান চলছে। ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।