ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ৪০ নেতা-কর্মী আটক

  • আপডেট সময় : ০২:১৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৪০ জনের বেশি নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে এ তথ্য জানান পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার মাহমুদ হাসান। তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ঘটনাস্থল এবং আশপাশের এলাকা থেকে ৪০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। যাচাই–বাছাই শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে নেতা–কর্মীদের।
সংঘর্ষে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে বিএনপি। ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনাস্থলে যান। এরপর তিনিসহ নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিএনপির নেতা-কর্মীরা বলছেন, পূর্বঘোষণা অনুযায়ী আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতা-কর্মীদের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল। তবে পুলিশ বলছে, সেখানে এ কর্মসূচি পালনের জন্য বিএনপি অনুমতি নেয়নি।
ছররা গুলিতে আহত বিএনপির দুজন ঢাকা মেডিকেলে : শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে দুজন আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ছররা গুলিতে আহত হয়ে দুজন এসেছেন। তাদের মধ্যে আবুল কালাম ৩০১ ওয়ার্ডে ভর্তি রয়েছেন। মনিরুজ্জামান (টগর) প্রাথমিক চিকিৎসা শেষে চলে গিয়েছেন। ঢাকা মহানগর বিএনপির নবগঠিত দুই কমিটির নেতৃত্বের সঙ্গে কয়েক হাজার কর্মী সকাল সাড়ে ১০টার দিকে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য চন্দ্রিমা উদ্যানে সামনে জড়ো হন। সে সময় পুলিশ বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয় বলে বিএনপির অভিযোগ। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে মঙ্গলবার নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে আসা বিএনপি নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এক পর্যায়ে তাদের লাঠিপেটা করে পুলিশ। এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের ওপর পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করলে আমান, আমিনুল হকসহ কয়েকজন আহত হন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এরপর ১১টার দিকে উত্তরের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে জিয়ার কবরমুখী সড়কে যেতে থাকলে পুলিশ ফের কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার শহীদুল্লাহ বলেন, “বিএনপির নেতাকর্মীরা বিনা উসকানিতে পুলিশকে লক্ষ্য ইট-পাটকেল নিক্ষেপ করেছে। আত্মরক্ষার্থে আমরা ব্যবস্থা নিয়েছি।” শেরে বাংলানগর থানার ওসি জানে আলম মুনশি বলেন, বিএনপির নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে ১৩ পুলিশ আহত হয়েছেন এবং ২০ জন বিএনপির কর্মীকে আটক করা হয়েছে। তিনি বলেন, নেতাকর্মীরা ঘটনার পর অনেক গাড়ি ভাংচুর করেছে।
ঢাকার সব থানায় আজ বিক্ষোভ করবে বিএনপি : রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা করছে এমন অভিযোগে আজ বুধবার ঢাকার প্রতিটি থানায় বিক্ষোভ করবে বিএনপি।
গতকাল মঙ্গলবার বিকাল তিনটায় নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম এই কর্মসূচি ঘোষণা করেন। আব্দুস সালাম জানান, সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরে বাংলা নগরস্থ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেলে সেখানে দলটির নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা চালায়। এর প্রতিবাদে আগামীকাল ঢাকার সব থানায় থানায় বিক্ষোভ করবে দলটি। নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আহ্বায়ক কমিটির নেতাদের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সকালে মহানগরের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতার সমাধিস্থলে জড়ো হতে শুরু করেন। মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে মিছিলসহ সমাধিস্থলে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। এরপরই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষের সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও কাঁদানে গ্যাস ছোড়ে। সংঘর্ষে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকও রয়েছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ৪০ নেতা-কর্মী আটক

আপডেট সময় : ০২:১৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৪০ জনের বেশি নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে এ তথ্য জানান পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার মাহমুদ হাসান। তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ঘটনাস্থল এবং আশপাশের এলাকা থেকে ৪০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। যাচাই–বাছাই শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে নেতা–কর্মীদের।
সংঘর্ষে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে বিএনপি। ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনাস্থলে যান। এরপর তিনিসহ নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিএনপির নেতা-কর্মীরা বলছেন, পূর্বঘোষণা অনুযায়ী আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতা-কর্মীদের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল। তবে পুলিশ বলছে, সেখানে এ কর্মসূচি পালনের জন্য বিএনপি অনুমতি নেয়নি।
ছররা গুলিতে আহত বিএনপির দুজন ঢাকা মেডিকেলে : শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে দুজন আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ছররা গুলিতে আহত হয়ে দুজন এসেছেন। তাদের মধ্যে আবুল কালাম ৩০১ ওয়ার্ডে ভর্তি রয়েছেন। মনিরুজ্জামান (টগর) প্রাথমিক চিকিৎসা শেষে চলে গিয়েছেন। ঢাকা মহানগর বিএনপির নবগঠিত দুই কমিটির নেতৃত্বের সঙ্গে কয়েক হাজার কর্মী সকাল সাড়ে ১০টার দিকে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য চন্দ্রিমা উদ্যানে সামনে জড়ো হন। সে সময় পুলিশ বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয় বলে বিএনপির অভিযোগ। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে মঙ্গলবার নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে আসা বিএনপি নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এক পর্যায়ে তাদের লাঠিপেটা করে পুলিশ। এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের ওপর পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করলে আমান, আমিনুল হকসহ কয়েকজন আহত হন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এরপর ১১টার দিকে উত্তরের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে জিয়ার কবরমুখী সড়কে যেতে থাকলে পুলিশ ফের কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার শহীদুল্লাহ বলেন, “বিএনপির নেতাকর্মীরা বিনা উসকানিতে পুলিশকে লক্ষ্য ইট-পাটকেল নিক্ষেপ করেছে। আত্মরক্ষার্থে আমরা ব্যবস্থা নিয়েছি।” শেরে বাংলানগর থানার ওসি জানে আলম মুনশি বলেন, বিএনপির নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে ১৩ পুলিশ আহত হয়েছেন এবং ২০ জন বিএনপির কর্মীকে আটক করা হয়েছে। তিনি বলেন, নেতাকর্মীরা ঘটনার পর অনেক গাড়ি ভাংচুর করেছে।
ঢাকার সব থানায় আজ বিক্ষোভ করবে বিএনপি : রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা করছে এমন অভিযোগে আজ বুধবার ঢাকার প্রতিটি থানায় বিক্ষোভ করবে বিএনপি।
গতকাল মঙ্গলবার বিকাল তিনটায় নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম এই কর্মসূচি ঘোষণা করেন। আব্দুস সালাম জানান, সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরে বাংলা নগরস্থ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেলে সেখানে দলটির নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা চালায়। এর প্রতিবাদে আগামীকাল ঢাকার সব থানায় থানায় বিক্ষোভ করবে দলটি। নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আহ্বায়ক কমিটির নেতাদের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সকালে মহানগরের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতার সমাধিস্থলে জড়ো হতে শুরু করেন। মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে মিছিলসহ সমাধিস্থলে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। এরপরই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষের সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও কাঁদানে গ্যাস ছোড়ে। সংঘর্ষে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকও রয়েছেন।