ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ মার্চ ২০২৫

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৩৯ গবেষককে গবেষণা অনুদান

  • আপডেট সময় : ০৬:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরে গবেষণা খাতে বরাদ্দ থেকে ৫৫ লাখ ৭৫ হাজার টাকার গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। গবেষণা বৃদ্ধির জন্য ৩৯ জন গবেষকের মাঝে এ অনুদান প্রদান করেছে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সিএমইউ)। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত গবেষকদের গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ গবেষকদের হাতে অনুদানের চেক তুলে দেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধিভুক্ত প্রতিষ্ঠানের ৩৮ জন চিকিৎসক শিক্ষক ও ১ জন নার্সিং কলেজের শিক্ষকের মাঝে ১ম কিস্তির চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ বলেন, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান আরও উন্নত করতে সকল চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। গবেষণার মান বিশ্বমানের করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন ডা. মেহেরুন্নিসা খানম, চমেবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. হাসিনা নাসরীন, কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা এবং সহকারী রেজিস্ট্রার ও সদস্য সচিব ডা. মাহিদ বিন আমীন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৩৯ গবেষককে গবেষণা অনুদান

আপডেট সময় : ০৬:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরে গবেষণা খাতে বরাদ্দ থেকে ৫৫ লাখ ৭৫ হাজার টাকার গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। গবেষণা বৃদ্ধির জন্য ৩৯ জন গবেষকের মাঝে এ অনুদান প্রদান করেছে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সিএমইউ)। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত গবেষকদের গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ গবেষকদের হাতে অনুদানের চেক তুলে দেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধিভুক্ত প্রতিষ্ঠানের ৩৮ জন চিকিৎসক শিক্ষক ও ১ জন নার্সিং কলেজের শিক্ষকের মাঝে ১ম কিস্তির চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ বলেন, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান আরও উন্নত করতে সকল চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। গবেষণার মান বিশ্বমানের করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন ডা. মেহেরুন্নিসা খানম, চমেবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. হাসিনা নাসরীন, কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা এবং সহকারী রেজিস্ট্রার ও সদস্য সচিব ডা. মাহিদ বিন আমীন।