চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামে হাত-পায়ের রগ কাটা অবস্থায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নগরের বন্দর থানার আনন্দবাজার এলাকার কাশবনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। রাত ২টার দিকে পরিবারের লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার লাশ শনাক্ত করে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিহত ছাত্রের নাম শামীম মাকসুদ খান জয় (২৬)। তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক পাশ করেছেন। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্সে ভর্তি হয়েছেন। শামীম মাকসুদ খান জয় বরিশালের বাবুগঞ্জের শহীদুল হক খানের ছেলে। তিনি বাবা-মায়ের সঙ্গে নগরের বড়পোল এলাকার বন্দর আবাসিক এলাকার কাছে বসবাস করতেন।
বন্দর থানার এসআই মনিরুল করিম বলেন, রোববার বিকেলে স্থানীয়রা কাশবনের ভেতরে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে টহল পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেয়। এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রথমে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থল তাদের আওতাধীন ভেবে লাশ উদ্ধার করে, তবে পরবর্তীতে ওই এলাকা বন্দর থানার অন্তর্ভুক্ত বলে নিশ্চিত হলে রাত ২টার দিকে লাশ বন্দর থানায় হস্তান্তর করা হয়। তখনই পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে শামীমের লাশ শনাক্ত করেন।
মৃত্যুর কারণ সম্পর্কে এসআই মনিরুল বলেন, ‘দুই হাত ও পায়ের রগ কাটা অবস্থায় শামীমকে পাওয়া গেছে। ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রক্তাক্ত অবস্থায় কাতরাতে থাকা শামীম তাকে বলেছিলেন, তিনি নিজেই রগ কেটেছেন। তবে এ বক্তব্যের সত্যতা যাচাই করা হচ্ছে। আমরা আত্মহত্যা ও হত্যার—উভয় দিক বিবেচনায় তদন্ত চালাচ্ছি।’
পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা ১২টার দিকে শামীম বাসা থেকে বের হন। বের হওয়ার আগে মোবাইলে একটি কল পেয়েছিলেন এবং মাকে জানান, তিনি ফোন করা ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। পাশাপাশি তিনি জানান, চাকরির ইন্টারভিউতেও যাবেন। এরপর থেকেই তার খোঁজ মেলেনি।
ওআ/আপ্র/২০/১০/২০২৫