ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে লড়ছেন ৭২ প্রার্থী

  • আপডেট সময় : ১২:১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ তিন পদে লড়ছেন ৭২ জন প্রার্থী। এর মধ্যে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন সাধারণ সদস্য পদের চার প্রার্থী। বাকি ৬৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন দুজন। সংরক্ষিত নারী সদস্য পদে ২২ জন এবং সাধারণ সদস্য পদে লড়ছেন ৪৪ জন।
এদিকে ৬৮ জন প্রার্থীর মধ্যে গত সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তাদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম পেয়েছেন আনারস প্রতীক এবং অপর প্রার্থী নারায়ণ রক্ষিত পেয়েছেন মোটরসাইকেল প্রতীক।
চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর মধ্যে চেয়ারম্যান পদে একজন, সংরক্ষিত সদস্য পদে তিন জন এবং সাধারণ সদস্য পদে আট জন প্রার্থী।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘোষিত তফসিল অনুযায়ী চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। ১৫টি ওয়ার্ডে ভোটার সংখ্যা দুই হাজার ৭৩১ জন। এর মধ্যে পুরুষ দুই হাজার ৯৪ জন এবং নারী ৬৩৭ জন। নির্বাচন শেষে জয়ী প্রার্থীদের নিয়ে মোট ২১ জনের জেলা পরিষদ গঠিত হবে। তাদের মধ্যে চেয়ারম্যান একজন, সাধারণ সদস্য ১৫ জন এবং সংরক্ষিত সদস্য নির্বাচিত হবেন পাঁচ জন। সদস্য পদে বিনা ভোটে নির্বাচিত হতে যাওয়া ছয় প্রার্থী হলেন– চট্টগ্রাম-১ (মীরসরাই) ওয়ার্ডে প্রদীপ রঞ্জন চক্রবর্তী, চট্টগ্রাম-৬ (রাউজান) কাজী আবদুল ওহাব, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আবুল কাশেম চিশতী এবং চট্টগ্রাম-১২ (আনোয়ারা ও চসিক) এস এম আলমগীর চৌধুরী।
এদিকে, নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী দুই চেয়ারম্যান প্রার্থীই। মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নারায়ণ রক্ষিত বলেন, ‘আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সুষ্ঠু নির্বাচন হলে আমিই বিজয়ী হবো।’
অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম (আনারস) বলেন, ‘আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল। নির্বাচনকে এ দেশের মানুষ উৎসব মনে করে। উৎসবের মধ্য দিয়ে এ নির্বাচন হবে। ভোটাররা যাকে ভোট দেবেন তিনিই বিজয়ী হবেন।’
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নিবাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে দলীয় কোনও প্রতীক নেই। প্রতীক পেয়ে প্রার্থীরা নির্বাচনে প্রচারণা শুরু করেছেন। চট্টগ্রামের ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য এবং পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা এ নির্বাচনে ভোটার হিসেবে ভোট দেবেন।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিয়ম না মেনে সাবেক প্রধানমন্ত্রীর দফতরের ১৫ গাড়িচালকের নামে ঝিলমিলে প্লট বরাদ্দ

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে লড়ছেন ৭২ প্রার্থী

আপডেট সময় : ১২:১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ তিন পদে লড়ছেন ৭২ জন প্রার্থী। এর মধ্যে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন সাধারণ সদস্য পদের চার প্রার্থী। বাকি ৬৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন দুজন। সংরক্ষিত নারী সদস্য পদে ২২ জন এবং সাধারণ সদস্য পদে লড়ছেন ৪৪ জন।
এদিকে ৬৮ জন প্রার্থীর মধ্যে গত সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তাদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম পেয়েছেন আনারস প্রতীক এবং অপর প্রার্থী নারায়ণ রক্ষিত পেয়েছেন মোটরসাইকেল প্রতীক।
চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর মধ্যে চেয়ারম্যান পদে একজন, সংরক্ষিত সদস্য পদে তিন জন এবং সাধারণ সদস্য পদে আট জন প্রার্থী।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘোষিত তফসিল অনুযায়ী চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। ১৫টি ওয়ার্ডে ভোটার সংখ্যা দুই হাজার ৭৩১ জন। এর মধ্যে পুরুষ দুই হাজার ৯৪ জন এবং নারী ৬৩৭ জন। নির্বাচন শেষে জয়ী প্রার্থীদের নিয়ে মোট ২১ জনের জেলা পরিষদ গঠিত হবে। তাদের মধ্যে চেয়ারম্যান একজন, সাধারণ সদস্য ১৫ জন এবং সংরক্ষিত সদস্য নির্বাচিত হবেন পাঁচ জন। সদস্য পদে বিনা ভোটে নির্বাচিত হতে যাওয়া ছয় প্রার্থী হলেন– চট্টগ্রাম-১ (মীরসরাই) ওয়ার্ডে প্রদীপ রঞ্জন চক্রবর্তী, চট্টগ্রাম-৬ (রাউজান) কাজী আবদুল ওহাব, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আবুল কাশেম চিশতী এবং চট্টগ্রাম-১২ (আনোয়ারা ও চসিক) এস এম আলমগীর চৌধুরী।
এদিকে, নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী দুই চেয়ারম্যান প্রার্থীই। মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নারায়ণ রক্ষিত বলেন, ‘আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সুষ্ঠু নির্বাচন হলে আমিই বিজয়ী হবো।’
অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম (আনারস) বলেন, ‘আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল। নির্বাচনকে এ দেশের মানুষ উৎসব মনে করে। উৎসবের মধ্য দিয়ে এ নির্বাচন হবে। ভোটাররা যাকে ভোট দেবেন তিনিই বিজয়ী হবেন।’
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নিবাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে দলীয় কোনও প্রতীক নেই। প্রতীক পেয়ে প্রার্থীরা নির্বাচনে প্রচারণা শুরু করেছেন। চট্টগ্রামের ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য এবং পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা এ নির্বাচনে ভোটার হিসেবে ভোট দেবেন।’